ঢাকা   রোববার, ০২ নভেম্বর ২০২৫
ঢাকা   রোববার, ০২ নভেম্বর ২০২৫
কওমী টাইমস

হালিশহরে আর্টিলারি ও এয়ার ডিফেন্স কোরের সম্মেলনে জেনারেল ওয়াকারুজ জামানের দিকনির্দেশনা

আধুনিক প্রশিক্ষণে দক্ষ হয়ে চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান সেনাপ্রধানের


কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

আধুনিক প্রশিক্ষণে দক্ষ হয়ে চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান সেনাপ্রধানের

চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে অনুষ্ঠিত রেজিমেন্ট অব আর্টিলারি ও আর্মি এয়ার ডিফেন্স কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামান বলেছেন, আধুনিক প্রশিক্ষণ ও সক্ষমতা অর্জনের মাধ্যমে সেনাসদস্যদের একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) হালিশহর সেনানিবাসের আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে (এসিএন্ডএস) রেজিমেন্ট অব আর্টিলারির ৪৪তম ও আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাপ্রধান এসিএন্ডএসে পৌঁছালে তাকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া এবং এসিএন্ডএসের কমান্ড্যান্ট।

সম্মেলনে সেনাপ্রধান দুই কোরের ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় অবদান এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “প্রযুক্তিনির্ভর আধুনিক যুদ্ধের যুগে টিকে থাকতে হলে সেনাসদস্যদের সর্বদা প্রশিক্ষণ, শৃঙ্খলা ও দক্ষতায় নিজেদের এগিয়ে রাখতে হবে।”

জেনারেল ওয়াকারুজ জামান আরও বলেন, আর্টিলারি ও এয়ার ডিফেন্স কোর বাংলাদেশের সামরিক শক্তির গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাই সদস্যদের দায়িত্বশীলতা, উদ্ভাবনশীলতা ও পেশাদারিত্বের মাধ্যমে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

রোববার, ০২ নভেম্বর ২০২৫


আধুনিক প্রশিক্ষণে দক্ষ হয়ে চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান সেনাপ্রধানের

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৫

featured Image

চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে অনুষ্ঠিত রেজিমেন্ট অব আর্টিলারি ও আর্মি এয়ার ডিফেন্স কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামান বলেছেন, আধুনিক প্রশিক্ষণ ও সক্ষমতা অর্জনের মাধ্যমে সেনাসদস্যদের একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) হালিশহর সেনানিবাসের আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে (এসিএন্ডএস) রেজিমেন্ট অব আর্টিলারির ৪৪তম ও আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাপ্রধান এসিএন্ডএসে পৌঁছালে তাকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া এবং এসিএন্ডএসের কমান্ড্যান্ট।

সম্মেলনে সেনাপ্রধান দুই কোরের ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় অবদান এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “প্রযুক্তিনির্ভর আধুনিক যুদ্ধের যুগে টিকে থাকতে হলে সেনাসদস্যদের সর্বদা প্রশিক্ষণ, শৃঙ্খলা ও দক্ষতায় নিজেদের এগিয়ে রাখতে হবে।”

জেনারেল ওয়াকারুজ জামান আরও বলেন, আর্টিলারি ও এয়ার ডিফেন্স কোর বাংলাদেশের সামরিক শক্তির গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাই সদস্যদের দায়িত্বশীলতা, উদ্ভাবনশীলতা ও পেশাদারিত্বের মাধ্যমে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত