প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ সফর অব্যাহত রাখার আহ্বান মানবাধিকার কর্মীদের প্রতি: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের বাংলাদেশ সফর অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় সোমবার সকালে নিউ ইয়র্কে শীর্ষ মানবাধিকার সংগঠনের প্রতিনিধি দলের সাথে বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে উপস্থিত ছিলেন রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটসের চেয়ারম্যান কেরি কেনেডি।বৈঠকে ড. ইউনূস বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রস্তুতি, সংস্কার উদ্যোগ এবং মানবাধিকার পরিস্থিতি মোকাবেলায় সরকারের পদক্ষেপ সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি বলেন, “আমরা সম্পূর্ণ ভেঙে পড়া একটি ব্যবস্থা থেকে যাত্রা শুরু করেছি। গত বছর সংঘটিত হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘ মানবাধিকার অফিসকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তাদের প্রতিবেদন অনেক কিছু উন্মোচন করেছে।”তিনি আরও জানান, গুমের ঘটনা তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। “মানুষকে আয়নাঘরে বন্দি রাখা হয়েছিল, কখনও কখনও তারা কেন সেখানে ছিল তা জানতোও না। কমিশন এখনও পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়নি, তবে আমরা নিয়মিত আপডেট পাচ্ছি। এতে ভুক্তভোগীরা তাদের ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ করতে পারছে।”প্রধান উপদেষ্টা জানান, গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের জন্য ১১টি কমিশন কাজ করছে এবং একটি জাতীয় ঐকমত্য গঠন কমিটি রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংস্কারের সুপারিশ পর্যালোচনা করছে। তিনি আশা প্রকাশ করেন, জুলাই সনদের মাধ্যমে সাংবিধানিক সংস্কারের খসড়া অক্টোবরের মধ্যে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “আমরা চাই ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হোক— যা বাংলাদেশে আগে কখনো হয়নি। অতীতে ভোটার তালিকা ভুয়া নাম দিয়ে পূর্ণ ছিল। এবার আমরা প্রকৃত ভোটারদের, বিশেষত নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। কীভাবে ভোট দিতে হয় তা শেখাতে আমরা একটি বড় প্রচারণা চালাব। আমাদের লক্ষ্য বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করা।”
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত