প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫
আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা উঠছে না: আইন উপদেষ্টা আসিফ নজরুল
রিশালে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট জানিয়েছেন, আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহার হচ্ছে না। তিনি বলেন, এ নিয়ে আন্তর্জাতিক আদালতে পদক্ষেপ নেয়া হয়েছে এবং আগামী নির্বাচনের আগেও কোনো পরিবর্তন আসছে না।আওয়ামী লীগের ওপর আরোপিত রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর শংকর মঠের দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।আসিফ নজরুল বলেন, "আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা এখনই প্রত্যাহার করা হবে না। বরং সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার প্রক্রিয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা সম্প্রতি বিদেশি সাংবাদিকদের কাছে যে মন্তব্য করেছেন, তা ছিল কেবল থিউরিটিক্যাল ব্যাখ্যা। আগামী নির্বাচনের আগেও নয়, নিকট ভবিষ্যতেও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নেই।"পাহাড়ের পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, সেখানে অশান্তি সৃষ্টির চেষ্টা করা হলে সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।আগামী নির্বাচন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, "সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে রাজনৈতিক দলের অংশগ্রহণ অপরিহার্য। তবে সাধারণ এবং সরকারি অধ্যাদেশের মাধ্যমে যেসব সংস্কার সম্ভব, তা আমরা করেছি। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের যে সময়সূচি নির্ধারণ করেছেন, তা যথাসময়েই হবে। নির্বাচন সম্পন্ন করেই আমরা দায়িত্ব হস্তান্তর করতে চাই।"এ সময় আসিফ নজরুল দেশের সনাতন ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের কথা উল্লেখ করে বলেন, "অপশক্তি ষড়যন্ত্র করলেও সরকার সতর্ক ছিল। এবারের দুর্গাপূজা আনন্দঘন ও নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এ দেশে সবার সমান অধিকার রয়েছে। এ অধিকারে ব্যাঘাত ঘটলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।"
এর আগে তিনি বরিশাল সার্কিট হাউসে পৌঁছান এবং পরে নগরীর নতুন বাজার সংলগ্ন শংকর মঠে পূজা পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন।
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত