প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫
ভারতের বিরুদ্ধে পাহাড়ি সন্ত্রাসীদের সহায়তার অভিযোগ রাশেদ খানের
বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে উত্তেজনা বাড়ছে। এর মধ্যেই ভারতের বিরুদ্ধে পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তার অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, এভাবে পরিস্থিতি অস্থিতিশীল করে নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা চলছে।বুধবার বিকেলে ঝিনাইদহ ও হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদ খান অভিযোগ করেন, “বাংলাদেশে নির্বাচনী হাওয়া বইছে। ঠিক এই সময় ভারত এবং আওয়ামী লীগ নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্ত। এরই অংশ হিসেবে পাহাড়ে অশান্তি সৃষ্টি করা হয়েছে।”তিনি পাহাড়ে সাম্প্রতিক সংঘর্ষ ও এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রসঙ্গ টেনে বলেন, এ ধরনের পরিস্থিতির নেপথ্যে বিদেশি অর্থায়ন এবং অস্ত্র সহায়তা কাজ করছে। রাশেদ খান দাবি করেন, ভারত চায় বাংলাদেশকে তাদের প্রভাববলয়ে রেখে ‘করদ রাজ্যে’ পরিণত করতে, কিন্তু দেশের জনগণ তা প্রতিহত করবে।রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, যথাসময়ে নির্বাচন হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ দাঁতভাঙা জবাব দেবে। একইসঙ্গে বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।রাশেদ খান আরও সতর্ক করে বলেন, “ভারত চক্রান্ত করছে, হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে। এসময় বিভাজন নয়, ঐক্যই হলো প্রধান শক্তি।”
এই সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত