প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৫
ভারতের স্বাধীন অবস্থানকে শ্রদ্ধা জানালেন পুতিন, যুক্তরাষ্ট্রের সমালোচনা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেছেন, ভারত কখনোই বাইরের চাপ বা অপমান মেনে নেবে না। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারসাম্যপূর্ণ ও বুদ্ধিমান নেতা উল্লেখ করে রাশিয়া–ভারতের সম্পর্ককে ‘বিশেষ’ বলে বর্ণনা করেন।পুতিন জানান, ভারতের রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি সম্পূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত। তিনি সতর্ক করে বলেন, ভারত যদি এ সরবরাহ প্রত্যাখ্যান করে, তবে প্রায় ৯–১০ বিলিয়ন ডলারের ক্ষতি হবে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদে ভারত ও চীনকে ইউক্রেন যুদ্ধে অর্থদাতা আখ্যা দেওয়ার মাত্র দুই সপ্তাহ পরই পুতিন এ মন্তব্য করেন। রাশিয়ান তেল কেনার কারণে শাস্তিস্বরূপ যুক্তরাষ্ট্র আগস্টে ভারতের রপ্তানি পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। এতে মোট শুল্কের হার দাঁড়ায় ৫০ শতাংশে। এ ধরনের উচ্চ শুল্ক বিশ্ববাজারে মূল্যস্ফীতি বাড়াতে পারে এবং যুক্তরাষ্ট্রকে দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় রাখতে বাধ্য করবে বলে সতর্ক করেন পুতিন।রাশিয়ার প্রেসিডেন্ট সোভিয়েত যুগ থেকে চলে আসা রাশিয়া–ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, “ভারত এই সম্পর্ককে মূল্যায়ন করে এবং তা ভুলে যায়নি—এজন্য আমরা কৃতজ্ঞ।” তিনি মোদীকে ব্যক্তিগত বন্ধু আখ্যা দিয়ে জানান, তাদের আলাপচারিতা সবসময় আস্থাভিত্তিক হয়ে থাকে।
বাণিজ্য ঘাটতি প্রসঙ্গে পুতিন বলেন, রাশিয়া ভারত থেকে কৃষিপণ্য ও ওষুধের আমদানি বাড়াতে আগ্রহী। তবে এজন্য অর্থায়ন, লজিস্টিকস ও পেমেন্ট সংক্রান্ত বাধাগুলো দ্রুত দূর করা প্রয়োজন।
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত