প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫
গাজায় অবিলম্বে বোমাবর্ষণ বন্ধের আহ্বান ট্রাম্পের
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বোমাবর্ষণ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হামাস তাঁর প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার কয়েকটি অংশে সম্মতি জানিয়ে জিম্মিদের মুক্তির শর্তে রাজি হওয়ার পর এ বার্তা দেন ট্রাম্প। তবে নিরস্ত্রীকরণসহ একাধিক জটিল ইস্যু এখনো অমীমাংসিত রয়ে গেছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় চলমান রক্তক্ষয়ী হামলা বন্ধে সরাসরি ইসরাইলকে আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে লিখেছেন, “ইসরাইলকে অবিলম্বে বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে জিম্মিদের দ্রুত ও নিরাপদে মুক্ত করা যায়। এটি শুধু গাজার প্রশ্ন নয়, বরং দীর্ঘ প্রতীক্ষিত মধ্যপ্রাচ্যের শান্তির সঙ্গে সম্পর্কিত।”ট্রাম্পের বক্তব্য আসে হামাসের প্রতিক্রিয়ার পরপরই। হামাস মার্কিন পরিকল্পনার কিছু শর্ত মেনে নিয়ে জানিয়েছে, তারা সব ইসরাইলি বন্দি— জীবিত কিংবা মৃতদেহ— ট্রাম্পের প্রস্তাবিত বিনিময় সূত্রে মুক্তি দিতে রাজি। তবে এজন্য প্রয়োজনীয় মাঠ পর্যায়ের নিশ্চয়তা ও কিছু বিষয় নিয়ে আরো আলোচনা প্রয়োজন। সংগঠনটি মধ্যস্থতাকারীদের মাধ্যমে দ্রুত আলোচনায় বসার প্রস্তুতির কথাও জানিয়েছে।এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, হামাসের প্রতিক্রিয়ার পর ইসরাইল মার্কিন পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে জিম্মিদের মুক্তি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। তবে ইসরাইল এখনো পুরো প্রস্তাবে আনুষ্ঠানিক সম্মতি দেয়নি।এর আগে ট্রাম্প হামাসকে রোববার পর্যন্ত সময় দিয়ে সতর্ক করেছিলেন যে পরিকল্পনা মেনে না নিলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে। সেই হুঁশিয়ারির মধ্যেই হামাস শুক্রবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়।যদিও রাজনৈতিক আলোচনায় অগ্রগতি দেখা যাচ্ছে, গাজার মাটিতে এখনো সহিংসতা থামেনি। গাজার বাসিন্দারা জানান, ট্রাম্পের আহ্বানের কয়েক ঘণ্টার মধ্যেই ইসরাইলি ট্যাংক গাজা সিটির তালাতিনি সড়কে গোলাবর্ষণ করেছে। রিমাল এলাকার একাধিক বাড়ি ধ্বংস হয়েছে এবং খান ইউনুসে বিমান হামলার খবর পাওয়া গেছে।
বিশ্লেষকরা মনে করছেন, হামাসের আংশিক সম্মতি শান্তি আলোচনার জন্য একটি জানালা খুলে দিয়েছে। তবে ট্রাম্পের পরিকল্পনায় নিরস্ত্রীকরণ ও গাজার ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো— এসব জটিল ইস্যুতে সমঝোতা না হলে স্থায়ী শান্তি সম্ভব নয়।
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত