প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, সীমান্ত নিরাপত্তা ও সহযোগিতায় একমত
চুয়াডাঙ্গার ভারত সীমান্তে শনিবার বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা ও দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।
সকাল ১০:৩০ থেকে ১১:৫০ পর্যন্ত সীমান্ত পিলার ১০৫ এমপি’র নিকট শূন্যরেখায় বাংলাদেশের অংশে বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পক্ষ থেকে ৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান ও স্টাফ অফিসারসহ ১০ জন, এবং ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুভাস চন্দ্র গাগুয়া ও ১৩ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।বৈঠকের শুরুতে উভয় পক্ষের কমান্ডার একে অপরকে স্বাগত জানান এবং কুশল বিনিময় করেন। পরে নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়—
সীমান্ত হত্যা ও অমানবিক ঘটনার প্রতিরোধ
মানব পাচার ও মাদক চোরাচালান রোধ
অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ
সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা
কাঁটাতারবিহীন এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার
বিএসএফ কমান্ড্যান্ট সীমান্ত পিলার ৮৭ থেকে ৯২/৮-আর পর্যন্ত কাঁটাতার স্থাপনের প্রস্তাব দেন। জবাবে ৬ বিজিবি অধিনায়ক বলেন, পূর্বে অনুমোদিত হলেও বর্তমান ভৌগোলিক পরিস্থিতি বিবেচনায় নতুন যৌথ পরিদর্শন প্রয়োজন, এবং প্রস্তাবনা পাঠানোর পরামর্শ দেন।
বৈঠক শেষে উভয় কমান্ডার সীমান্ত পিলার ১০৫ পরিদর্শন করেন এবং আগামী দিনগুলোতেও সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করেন।
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত