প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৫
উত্তরপ্রদেশে ‘আই লাভ মুহাম্মদ’ পোস্টার টানানোয় গ্রেপ্তার ৫
উত্তরপ্রদেশের মওয়ানা শহরে ‘I Love Muhammad’ লেখা একটি পোস্টার ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক ও উত্তেজনা। পোস্টারটি টানানোর অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মীরাট জেলার মওয়ানা শহরে শুক্রবার গভীর রাতে একদল ব্যক্তি শহরের প্রধান মোড়ে ‘I Love Muhammad’ লেখা একটি পোস্টার টানান। শনিবার সকালে স্থানীয় কিছু লোক পোস্টারটির বিরোধিতা করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।পুলিশ জানায়, অনুমতি ছাড়াই পোস্টারটি টানানো হয়েছিল। ঘটনাস্থলে উত্তেজনা দেখা দিলে পুলিশ দ্রুত পোস্টার সরিয়ে ফেলে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।মওয়ানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) পুনম যাদব জানান, স্থানীয় পুলিশ কর্মকর্তা মনোজ শর্মার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার পাঁচজনের নাম—ইদরিশ, তাসলিম, রিহান, গুলফাম ও হারুন। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (Bharatiya Nyaya Sanhita) ৩৫৩ ধারায় “জনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর সম্ভাবনামূলক বিবৃতি দেওয়ার” অভিযোগ আনা হয়েছে।এসএইচও বলেন, “পাঁচজনকেই আটক করা হয়েছে এবং তদন্ত চলছে। অন্য কেউ যুক্ত থাকলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”ঘটনার পর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুজব বা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো রোধে টহল জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ করেছে।নিরাপত্তা সূত্র জানায়, মওয়ানা ও আশপাশের সংবেদনশীল এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত