প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৫
সৌদিতে আইন লঙ্ঘনের অভিযোগে ১৮ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে অবৈধভাবে অবস্থান, কাজ এবং সীমান্ত অতিক্রমের অভিযোগে এক সপ্তাহের বিশেষ অভিযানে ১৮ হাজার ৬৫০ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বিধি অমান্য করায় এসব প্রবাসীদের আটক করা হয়েছে।সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত অভিযানে মোট ১৮ হাজার ৬৫০ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়।বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে ১০ হাজার ৬৭৩ জন আবাসন আইন, ৩ হাজার ৮২২ জন সীমান্ত নিরাপত্তা আইন, এবং ৪ হাজার ১৭৮ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন বলে শনাক্ত করা হয়েছে। সৌদির বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও সরকারি প্রতিষ্ঠান যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ১ হাজার ৪৭৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫৯ শতাংশ ইয়েমেনি, ৪০ শতাংশ ইথিওপীয়, এবং অন্য দেশের নাগরিক ১ শতাংশ। একই সময়ে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ৫২ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়া বা সহায়তা করার অভিযোগে ১৭ জন সৌদি বাসিন্দাকেও আটক করা হয়েছে।মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অর্থনীতি সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষ বসবাস করছে। এর মধ্যে লাখো প্রবাসী শ্রমিক নির্মাণ, সেবা ও শিল্প খাতে কাজ করছেন। তবে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে অবৈধ শ্রমিক ও অননুমোদিত অবস্থানকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে বৈধ আবাসন ও শ্রমনীতি নিশ্চিত করা এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করাই এই অভিযানের মূল লক্ষ্য। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত