প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৫
মোহাম্মদপুরে ডিএমপির বিশেষ অভিযান: মাদক ও চুরিসহ ১৪ জন গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানা। অভিযানে মাদক ও চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় সোমবার (৬ অক্টোবর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত তদারকির অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়।মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো— খুশি ওরফে খুকি (৩০), অমিত (২৫), সাগর (৩০), ইসমাইল হোসেন মালেক (৪০), মোহাম্মদ আলী (৩২), আওয়াল ব্যাপারী (৪২), মিশাল (১৮), ফয়সাল (১৮), রায়হান (২২), ইমরান (২৬), মামুন (২৫), রাব্বি (২৫), নাইম মোল্লা (২৩) ও মঞ্জিল শরীফ অপু (২৩)।অভিযানে তাদের কাছ থেকে চারটি অটোরিকশার ব্যাটারি, ১০০ পুরিয়া হেরোইন, ৩০ গ্রাম গাঁজা এবং ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন নিয়মিত মামলার আসামি এবং এলাকার চিহ্নিত অপরাধী। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, মাদক ও চুরি-ছিনতাইয়ের মতো অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে। পুলিশের মতে, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয়ভাবে অপরাধ প্রবণতা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে।
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত