প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৫
গ্রেটা থুনবার্গকে ‘রাগান্বিত ও পাগল’ বললেন ডোনাল্ড ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুইডিশ জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে “ঝামেলা সৃষ্টিকারী” ও “রাগান্বিত” ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, থুনবার্গ এখন পরিবেশ নয়, “অন্য বিষয়” নিয়ে ব্যস্ত এবং তার “রাগ নিয়ন্ত্রণে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।”
সোমবার (৬ অক্টোবর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, “তিনি (গ্রেটা থুনবার্গ) একসময় পরিবেশ নিয়ে কাজ করতেন, কিন্তু এখন এসব বিষয় ছাড়াও নানা ঝামেলায় জড়াচ্ছেন। আমি মনে করি, তার রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা রয়েছে—তার চিকিৎসকের সঙ্গে দেখা করা উচিত।”ট্রাম্প আরও বলেন, “তিনি খুব রাগান্বিত, এবং সত্যি বলতে, কিছুটা পাগলপ্রায় আচরণ করছেন।”সম্প্রতি গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-তে যোগ দিয়েছিলেন গ্রেটা থুনবার্গ। এতে বিভিন্ন দেশের মানবাধিকার ও পরিবেশকর্মীরা অংশ নেন, যাদের লক্ষ্য ছিল গাজা উপত্যকার ওপর ইসরাইলের অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।ফ্লোটিলাটি সেপ্টেম্বরের মাঝামাঝি তিউনিসিয়া থেকে যাত্রা শুরু করে। এতে ৪০টিরও বেশি দেশের জাহাজ অংশ নেয়। যাত্রাপথে ইসরাইলি নৌবাহিনী বহরটিকে আটক করে এবং থুনবার্গসহ ১৭১ জন কর্মীকে গ্রিস ও স্লোভাকিয়ায় পাঠিয়ে দেয়।এই ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জলবায়ু আন্দোলনের কর্মীরা ইসরাইলের পদক্ষেপের সমালোচনা করেন। তবে ট্রাম্পের মন্তব্যকে অনেক পর্যবেক্ষক রাজনৈতিক ও ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখছেন, বিশেষ করে তাঁর অতীতেও থুনবার্গকে নিয়ে কটাক্ষ করার ইতিহাস রয়েছে।
বিশ্লেষণমূলক মন্তব্য:বিশ্লেষকরা বলছেন, গ্লোবাল সুমুদ অভিযানে গ্রেটা থুনবার্গের অংশগ্রহণ আন্তর্জাতিকভাবে আলোচনার জন্ম দিয়েছে—বিশেষ করে জলবায়ু আন্দোলন থেকে মানবিক অধিকারের পরিসরে তার সক্রিয় ভূমিকা নতুন মাত্রা পেয়েছে। অন্যদিকে ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে রাজনৈতিক বিভাজন ও আন্তর্জাতিক ইস্যুতে তার অবস্থানকে পুনরায় সামনে এনেছে।
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত