প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৫
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় ইসরাইলের হামলা, তিন দিনে নিহত ১০৬ বেসামরিক
চলমান যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও থামছে না ইসরাইলের আগ্রাসন। গত তিন দিনে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় নারী ও শিশুসহ ১০৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। খবর বার্তা সংস্থা আনাদোলু।
সোমবার (৬ অক্টোবর) গভীর রাতে এক বিবৃতিতে গাজার গণমাধ্যম কার্যালয় জানায়, শনিবার থেকে বেসামরিক ও বাস্তুচ্যুত মানুষের ঘনবসতিপূর্ণ এলাকাগুলো লক্ষ্য করে ১৪৩টি কামান ও বিমান হামলা চালানো হয়েছে।তিন দিনের এই হামলায় নিহতদের মধ্যে ৬৫ জন গাজা সিটিতে, বাকি ব্যক্তিরা খান ইউনুস ও দেইর আল-বালাহ অঞ্চলে নিহত হয়েছেন বলে জানায় গণমাধ্যম কার্যালয়।শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধ করার আহ্বান জানান। তাঁর প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনা নিয়ে বর্তমানে মিশরের শার্ম আল-শেখে ইসরাইল ও হামাসের প্রতিনিধি দলের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে।এই আলোচনা এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন হামাসের ইসরাইল আক্রমণ ও গাজা যুদ্ধের দুই বছর পূর্তি হতে যাচ্ছে। ফলে এই আলোচনাকে অনেকেই দীর্ঘমেয়াদি যুদ্ধের অবসানের সম্ভাবনা হিসেবে দেখছেন।তবে যুদ্ধবিরতি বাস্তবায়নের পথে এখনও বহু বাধা রয়ে গেছে। এরই মধ্যে ইসরাইল গাজায় হামলা অব্যাহত রেখেছে। সোমবারের হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৬৭ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন—যাদের অধিকাংশই নারী ও শিশু।
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত