প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৫
ইসরাইলি জিম্মিদের বিনিময়ে বন্দিমুক্তির তালিকা দিয়েছে হামাস
গাজা যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মিশরের শার্ম আল-শেখে চলমান আলোচনায় ইসরাইলি জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির তালিকা দিয়েছে হামাস। মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার ও যুদ্ধের স্থায়ী অবসানকে আলোচনার প্রধান শর্ত হিসেবে তুলে ধরে সংগঠনটি। খবর টাইমস অব ইসরাইল-এর।
হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা তাহের নুনু এক বিবৃতিতে জানিয়েছেন, মিশরে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের আলোচনায় সংগঠনটি ইসরাইলি জিম্মিদের বিনিময়ে যেসব ফিলিস্তিনি বন্দির মুক্তি চায়, তাদের বিস্তারিত তালিকা মধ্যস্থতাকারীদের হাতে দিয়েছে।তিনি বলেন, “গাজা যুদ্ধের স্থায়ী অবসান এবং উপত্যকা থেকে ইসরাইলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি বাস্তবায়নের পথে প্রতিটি বাধা দূর করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন। পরিস্থিতি নিয়ে আমরা আশাবাদী।”মিশরের শার্ম আল-শেখে অনুষ্ঠিত এই বৈঠকে হামাস ও ইসরাইলি প্রতিনিধিদের মধ্যে পরোক্ষভাবে দ্বিতীয় দিনের মতো আলোচনা হয়। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনাকে কেন্দ্র করে আলোচনাগুলো পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল।প্রতিবেদনে আরও বলা হয়, বুধবারের আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার অংশ নিচ্ছেন। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের এই যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ মধ্যস্থ ভূমিকা রাখছে।এদিকে, গাজা উপত্যকায় চলমান সংঘাতে মঙ্গলবার ইসরাইলি বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। অব্যাহত বিমান হামলা ও স্থল অভিযানকে কেন্দ্র করে গাজায় মানবিক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো।
হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর ও বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু হলে গাজায় শান্তি ফিরিয়ে আনার সুযোগ তৈরি হবে। সংগঠনটি আশা প্রকাশ করেছে, “এই আলোচনাই হতে পারে দীর্ঘ যুদ্ধের অবসানের সূচনা।”
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত