প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৫
১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান হেফাজত মহাসচিবের
১৫ নভেম্বর ২০২৫ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। রাজধানীর জুরাইনে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ বাংলাদেশ এর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মহা সম্মেলন বাস্তবায়ন কমিটির পরামর্শ সভায় তিনি এ আহ্বান জানান।আজ ২৫ অক্টোবর ২০২৫ ইং শনিবার অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি আরও বলেন খতমে নবুওয়তের বিশ্বাস প্রতিটি মুসলমানের ধর্মবিশ্বাসের মূল ভিত্তি। এতে কোন মুসলমানের দ্বিমত নেই। এই বিশ্বাসের বিরোধিতাকারী কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘু অমুসলিম ঘোষণার দাবিতে আগামী ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহা সম্মেলন। এই সম্মেলন সফল করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব।মহা সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা রশিদ আহমদ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ সভায় আগামী ৫ নভেম্বর সাংবাদিক সম্মেলন, ৭ নভেম্বর দেশব্যাপী ঝটিকা মিছিল এবং ১১ নভেম্বর বাদ যোহর বাইতুল মোকাররম উত্তর গেটে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ এর আহ্বায়ক আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন "খতমে নবুওয়তের আকিদা মুসলিম উম্মাহর ঈমানের মূলভিত্তি। এ বিষয়ে ঐক্য ও সচেতনতা সৃষ্টির জন্য আগামি ১৫ নভেম্বর আন্তর্জাতিক মহাসম্মেলন সফল করতে আলেম সমাজকে আরও সোচ্চার হতে হবে। তিনি দলমত নির্বিশেষে সকল মুসলমানকে মহা সম্মেলন সফল করার লক্ষ্যে গৃহীত সকল কর্মসূচি স্বতঃস্ফূর্ত বাস্তবায়নের আহ্বান জানান।সভায় আরও উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বেফাকের মহাসচিব মুফতি মাহফুজুল হক, সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ বাংলাদেশ এর সদস্য সচিব মাওলানা মহিউদ্দীন রাব্বানী, মহা সম্মেলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মুফতি মোহাম্মদ আলী, মুফতি ইমাদুদ্দীন মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, সম্মিলিত পরিষদের সমন্বয়ক মুফতি শুয়াইব ইবরাহীম, মুফতি সাঈদ নূর, মাওলানা আবুল কাসেম আশরাফী, মুফতি নুর হুসাইন নুরানী, মুফতি উবায়দুল্লাহ কাসেমী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা এনামুল হক মুসা ও মাওলানা ফয়েজ আহমদসহ বাস্তবায়ন কমিটির দায়িত্বশীলগণ।বার্তা প্রেরক মুফতি শুয়াইব ইবরাহীম সমন্বয়ক - সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ বাংলাদেশ
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত