প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৫
দেশগঠনে সেনাবাহিনীর উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে: সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশগঠনে সেনাবাহিনীর উন্নয়নমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, সেনাসদস্যদের সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধ নিয়েই দেশের সেবা অব্যাহত রাখতে হবে।রোববার (২৬ অক্টোবর) সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ সেনানিবাসে কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক ও বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “কোর অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের একটি স্বনামধন্য ইউনিট। এই কোরের দক্ষ সদস্যরা দেশ ও বিদেশে সেতু, সড়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে অসাধারণ অবদান রেখে চলেছেন।”তিনি কোর অব ইঞ্জিনিয়ার্সের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের প্রশংসা করে বলেন, “সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে অবিচল থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশগঠনে এই কোর ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের মহাপরিচালক, ইঞ্জিনিয়ার-ইন-চিফ, বিভিন্ন ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত