প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫
সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত লালমনিরহাট: সব ধর্মের ঐক্যে শান্তিপূর্ণ বাংলাদেশের প্রত্যয়
লালমনিরহাটে “সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, মানবতা ও সহনশীলতাই আমাদের জাতির ঐতিহ্য।শনিবার সকাল ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় “সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ” শীর্ষক এই আলোচনা সভা।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। তিনি বলেন, “আমাদের প্রিয় বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের দীর্ঘ ঐতিহ্য অটুট রাখতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। ধর্ম মানুষকে বিভক্ত করে না, বরং মানবতার বন্ধনে একত্রিত করে।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রকিব হায়দার, পুলিশ সুপার তরিকুল ইসলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা।বক্তারা বলেন, “বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ বহুদিন ধরে একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। এই ঐতিহ্যই আমাদের জাতিগত ঐক্যের ভিত্তি।”বিএনপির লালমনিরহাট জেলা সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম মমিনুল হক বলেন, “এই মহতি আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ। সকল ধর্ম-বর্ণ ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণ প্রমাণ করে—আমরা ঐক্যবদ্ধ।”তিনি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এ ধরনের ইতিবাচক ও সার্বজনীন উদ্যোগ বাংলাদেশকে শান্তি ও সহাবস্থানের এক অনন্য উদাহরণে পরিণত করবে।”সভা শেষে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত