প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫
খতমে নবুওয়ত মহা সম্মেলন সফল করতে গোপালগঞ্জে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত
আসন্ন ১৫ নভেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে গোপালগঞ্জের কাশিয়ানীতে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা নবুওয়তের চূড়ান্ত বিশ্বাস রক্ষায় জাতীয় ও ধর্মীয় ঐক্যের আহ্বান জানান।আজ শনিবার সকাল এগারোটায় কাশিয়ানী উপজেলার শামসুল উলুম রহিমদিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত এই সম্মেলনের সভাপতিত্ব করেন কাশিয়ানী ওলামা ঐক্য পরিষদের সভাপতি ও মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান।প্রধান অতিথি ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ বাংলাদেশ-এর সমন্বয়ক ও গোপালগঞ্জ জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি শুয়াইব ইবরাহীম। এছাড়া ওলামা পরিষদ গোপালগঞ্জের প্রেসিডিয়াম সদস্য মাওলানা ফখরুল আলমের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদলও এতে অংশ নেন।প্রধান অতিথির বক্তব্যে মুফতি শুয়াইব ইবরাহীম বলেন, “খতমে নবুওয়তের বিশ্বাস ইসলামের মৌলিক ভিত্তি। এই বিশ্বাসে সামান্যতম ফাটল ধরলে ইসলাম ধ্বসে পড়বে।” তিনি আরও বলেন, “দেশের নব্বই শতাংশ মুসলিম নাগরিকের ঈমান রক্ষায় কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করা এখন সময়ের দাবি।”তিনি যুক্তি দেন, “যদি অন্তর্বর্তী সরকার সকল পক্ষের দাবি শুনতে পারে, তবে মুসলমানদের ঈমানের এই মৌলিক দাবিটিও উপেক্ষা করা উচিত নয়। এতে কাদিয়ানিরা তাদের স্বতন্ত্র ধর্মীয় পরিচয়ে নাগরিক অধিকার ভোগ করতে পারবে, আর সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিশ্বাসও সুরক্ষিত থাকবে।”বক্তারা বলেন, সরকারের প্রতি আহ্বান — আসন্ন ১৫ নভেম্বরের মহাসম্মেলনের আগেই যেন এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। অন্যথায় মহাসম্মেলন থেকে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি আদায়ে আন্দোলন শুরু হবে।সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা ওলামা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শরীফ আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতি আহমাদুল্লাহ মিশকাত, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা আব্দুল আজিজ, মুফতি ইমরান হুসাইন আফসারীসহ অন্যান্য ওলামায়ে কেরাম।
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত