প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৫
সুদানের প্রত্যন্ত গ্রামে তুরস্কের উদ্যোগে আধুনিক সার্জারি কক্ষ উদ্বোধন
তুরস্কের সরকারি উন্নয়ন সংস্থা TİKA সুদানের মধ্যাঞ্চলের জাজিরা রাজ্যের একটি প্রত্যন্ত গ্রামে পূর্ণাঙ্গ সার্জারি কক্ষ স্থাপন করেছে। চলমান যুদ্ধ ও মানবিক সংকটে ভুগতে থাকা জনগণের জন্য এই উদ্যোগ নতুন আশার আলো জ্বালিয়েছে।সুদানের জাজিরা রাজ্যের মানাগিল এলাকার “ওয়াদ আল-লাবিহ” গ্রামে অবস্থিত একটি স্বাস্থ্যকেন্দ্রে সম্পূর্ণ সজ্জিত অপারেশন থিয়েটার স্থাপন করেছে তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা “টিকা”। বৃহস্পতিবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিকার সুদান প্রতিনিধি গালিপ ইয়েলমাজ, মানাগিলের স্থানীয় প্রশাসক উসমান ইউসুফ আহমদ, জাজিরা রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি মাইসারা শেখসহ স্থানীয় কর্মকর্তা ও বিপুলসংখ্যক গ্রামবাসী।টিকার সমন্বয়ক ইয়েলমাজ বলেন, “সুদান এখনো সশস্ত্র সংঘাত ও মানবিক সংকটের মধ্যে আছে। এমন পরিস্থিতিতেও টিকা দেশটিতে স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্প চালু রাখছে।” তিনি আরও জানান, এই সার্জারি কক্ষটি জাজিরা রাজ্যের অন্যতম প্রত্যন্ত এলাকায় নির্মিত হয়েছে, যা হাজারো মানুষকে মৌলিক চিকিৎসা সুবিধা দেবে।স্থানীয় প্রশাসক উসমান ইউসুফ আহমদ তুরস্কের এই সহায়তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সুদান ও তুরস্কের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এই মানবিক সহায়তা আমরা কখনও ভুলব না।”উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে সংঘাত শুরু হয়। এই যুদ্ধ এখনো চলমান, যা বিশ্বে অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে—যেখানে লাখো মানুষ বাস্তুচ্যুত ও বহু চিকিৎসা কেন্দ্র ধ্বংস হয়েছে। এমন বাস্তবতায় টিকার এই উদ্যোগ জীবনরক্ষার নতুন দ্বার খুলে দিয়েছে।
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত