প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৫
পূর্বাচল জমি দুর্নীতি মামলায় শেখ হাসিনা-জয়-পুতুলসহ ৪৭ জনের বিরুদ্ধে ৭৯ সাক্ষীর জবানবন্দি শেষ
ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জনের বিরুদ্ধে ৭৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষ হয়েছে। মামলাগুলোর পরবর্তী জেরা ও সাক্ষ্যগ্রহণ আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
দুদকের দায়ের করা পূর্বাচল জমি বরাদ্দসংক্রান্ত তিনটি পৃথক মামলার শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ। আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মামলাগুলোর কার্যক্রম পরিচালনা করেন।মামলাগুলোর একটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে, দ্বিতীয়টিতে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জনের বিরুদ্ধে এবং তৃতীয়টিতে শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।দুদকের অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্রায় ৩০ কাঠা সরকারি জমি নিজেদের নামে বরাদ্দ নেন, যা সরকারি বিধিবিধান লঙ্ঘনের মাধ্যমে সম্পন্ন হয়।বৃহস্পতিবারের শুনানিতে দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আফনান জান্নাত কেয়া (প্রথম মামলায়) এবং এস এম রাশেদুল হাসান (দ্বিতীয় মামলায়)–এর জেরা অব্যাহত থাকে। আসামি খোরশেদ আলমের আইনজীবী উভয় তদন্ত কর্মকর্তাকে জেরা করেন।প্রথম মামলায় এখন পর্যন্ত ২৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে, দ্বিতীয় মামলায় ২৮ জন সাক্ষ্য দিয়েছেন, আর তৃতীয় মামলায় ২২ জন সাক্ষ্য দিয়েছেন, তবে বৃহস্পতিবার তৃতীয় মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি।আদালত আগামী ১০ নভেম্বর তারিখে তিনটি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ও জেরার দিন নির্ধারণ করেছেন।
দুদক সূত্র জানায়, সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক পর্যায়ে প্রবেশ করা হবে। মামলাগুলোর নিষ্পত্তি হলে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত দুর্নীতির মামলার রায় হিসেবে বিবেচিত হবে।
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত