প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৫
ইস্তাম্বুলে আলোচনার মধ্যেই পাকিস্তানের হামলা: কূটনৈতিক প্রক্রিয়ায় আস্থা রাখছে আফগানিস্তান
ইস্তাম্বুলে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান তৃতীয় দফার শান্তি আলোচনার মাঝেই পাকিস্তানের সীমান্ত হামলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে কূটনৈতিক প্রক্রিয়া ও সাধারণ জনগণের সুরক্ষার কথা বিবেচনা করে আফগান সেনারা প্রতিক্রিয়া থেকে বিরত রয়েছে বলে জানিয়েছে ইমারাতে ইসলামিয়া।আফগান সরকারের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক্সে দেওয়া এক বার্তায় বলেন, “চলমান কূটনৈতিক প্রক্রিয়া ও পাকিস্তানের জনগণের নিরাপত্তা বিবেচনায় আফগান বাহিনী আজকের হামলার সামরিক প্রতিক্রিয়া থেকে বিরত রয়েছে।”তিনি জানান, পাকিস্তানের সেনারা কান্দাহারের স্পিন বোলদাক এলাকায় গুলি ও মর্টার শেল দিয়ে বেসামরিক স্থাপনা ও বাজারে হামলা চালিয়েছে। সরকারি সূত্রের বরাতে আফগান গণমাধ্যম তলো নিউজ জানায়, এতে দুইজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।মুজাহিদ বলেন, “এই হামলা ইস্তাম্বুলে শুরু হওয়া তৃতীয় দফার আলোচনাকে ব্যাহত করেছে। গত অধিবেশনে যুদ্ধবিরতি বজায় রাখা ও বাড়ানোর বিষয়ে স্পষ্ট চুক্তি থাকা সত্ত্বেও পাকিস্তানের এই আচরণ বিশ্বাসঘাতকতা ছাড়া কিছু নয়।”তলো নিউজের প্রতিবেদনে আরও জানা যায়, পাকিস্তানের সেনারা একই দিনে দুইবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে—একবার সকালে ও আরেকবার বিকেলে।অন্যদিকে, আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক বিশেষ প্রতিনিধি জালমে খলিলজাদও পাকিস্তানের এই হামলাকে “স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘন” বলে মন্তব্য করেছেন এবং ইসলামাবাদকে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত