প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৫
কাবুলে ১০০ শয্যার আধুনিক হৃদরোগ হাসপাতাল নির্মাণ করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক
আফগানিস্তানের রাজধানী কাবুলে হৃদরোগীদের জন্য একটি মানসম্মত হাসপাতাল নির্মাণে অর্থায়নের ঘোষণা দিয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (IsDB)। ২৪ মিলিয়ন ডলার ব্যয়ে ১০০ শয্যার এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের স্বাস্থ্য খাতে নতুন এক অধ্যায়ের সূচনা হবে বলে আশা করছে আফগান সরকার।আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানায়, মন্ত্রণালয়ের নীতি উপদেষ্টা দপ্তরের কার্যকর আলোচনা ও প্রচেষ্টার ফলস্বরূপ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (IsDB) কাবুলে একটি মানসম্পন্ন হৃদরোগ হাসপাতাল নির্মাণে সম্পূর্ণ প্রস্তুতি প্রকাশ করেছে। হাসপাতালটি নির্মাণে ব্যয় হবে প্রায় ২৪ মিলিয়ন মার্কিন ডলার।বিবৃতিতে আরও বলা হয়, ইসলামিক এমিরেট ক্ষমতায় ফেরার পর স্বাস্থ্য খাতে এটিই প্রথম বৃহৎ অবকাঠামোগত প্রকল্প, যা IsDB-এর প্রত্যক্ষ অংশগ্রহণে বাস্তবায়িত হবে। প্রাথমিক সমঝোতার পর প্রকল্পটি ইতিমধ্যে ইসলামিক এমিরেটের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে শেয়ার করা হয়েছে।বর্তমানে অর্থ মন্ত্রণালয়, IsDB, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং ইসলামিক এমিরেটের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ কমিটি জরিপ, মানচিত্র প্রণয়ন ও নকশা তৈরির কাজ করছে। হাসপাতালটির নকশা ও পরিকল্পনা ছয় মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা।নির্মাণ শেষ হলে দেশে হৃদযন্ত্র ও বক্ষরোগীদের চিকিৎসা বিদেশে না গিয়েই কম খরচে করা সম্ভব হবে। একই সঙ্গে হাসপাতালটি বিশেষায়িত চিকিৎসা প্রশিক্ষণেরও সুযোগ করে দেবে, যা আফগান স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত