প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৫
জব্দকৃত বিস্ফোরক নমুনা পরীক্ষা চলাকালে হঠাৎ বিস্ফোরণ: ৯ জন নিহত, আহত ৩২
শ্রীনগরের নওগাঁও থানায় জব্দ করা বিপুল পরিমাণ বিস্ফোরকের নমুনা সংগ্রহের সময় আকস্মিক বিস্ফোরণে ৯ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন। বিস্ফোরণে থানার ভবনসহ আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত, এতে নাশকতার কোনো ভূমিকা নেই।শুক্রবার গভীর রাতে শ্রীনগরের নওগাঁও থানায় বিপুল শব্দে হওয়া বিস্ফোরণে অন্তত ৯ জন প্রাণ হারান এবং ৩২ জন আহত হন। জম্মু ও কাশ্মির পুলিশের কর্মকর্তারা জানান, হরিয়ানার ফরিদাবাদ থেকে উদ্ধার করা ৩৬০ কেজি বিস্ফোরকদ্রব্যের নমুনা সংগ্রহকালে রাসায়নিকের অস্থিতিশীলতার কারণে এ বিস্ফোরণ ঘটে।নিহতদের মধ্যে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির তিন কর্মকর্তা, রাজস্ব বিভাগের দুই কর্মকর্তা—এর মধ্যে এক নাইব তহসিলদার—দুই পুলিশ ফটোগ্রাফার, স্টেট ইনভেস্টিগেশন এজেন্সির এক কর্মকর্তা এবং এক দর্জি রয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিস্ফোরণে থানার ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরপর ছোট বিস্ফোরণের কারণে তৎক্ষণাৎ উদ্ধারকাজ শুরু করতে পারেনি বোমা নিষ্ক্রিয়কারী দল। আশপাশের ভবনগুলোও ধাক্কা সামলাতে পারেনি এবং উল্লেখযোগ্য ক্ষতি হয়।জম্মু ও কাশ্মির পুলিশের মহাপরিদর্শক নলিন প্রভাত জানান, উদ্ধারকৃত বিস্ফোরক ‘হোয়াইট কলার টেরর মডিউল’-এর মামলার অংশ হিসেবে থানা প্রাঙ্গণে নিরাপদ ওপেন-ইয়ার্ডে রাখা ছিল। ফরেনসিক টিম দুই দিন ধরে নমুনা পরীক্ষার কাজ করছিল।তিনি বলেন, “উদ্ধারকৃত বিস্ফোরক অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সব ধরনের সতর্কতা নিয়েও দুর্ঘটনাটি ঘটে। এটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত; নাশকতা সম্পর্কে যেকোনো জল্পনা অপ্রয়োজনীয়।”জম্মু ও কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছেন। এক্স-এ দেওয়া বার্তায় তিনি নিহতদের পরিবার ও আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সব সহায়তার আশ্বাস দেন।
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত