প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫
ক্ষমতায় এলে ‘ইনসাফভিত্তিক বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতি তারেক রহমানের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণে ‘ইনসাফভিত্তিক বাংলাদেশ’ প্রতিষ্ঠা করা হবে। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে রাজধানীর চীন মৈত্রী কেন্দ্রে আয়োজিত জাতীয় ইমাম-খতিব সম্মেলনে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি ধর্মীয় নেতাদের দোয়া ও সমর্থন চান আগামী নির্বাচনে।রোববার রাজধানীর চীন মৈত্রী সম্মেলনে জাতীয় ইমাম-খতিব সম্মেলনে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আইয়ামে জাহেলিয়ার যুগে মহানবী মুহাম্মদ (সা.)-কে যারা অপছন্দ করত তারাও তাঁর ন্যায়পরায়ণতার প্রতি গভীর আস্থা রাখত। তিনি উল্লেখ করেন, মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শ নিয়ে মুসলমান-অমুসলমান, বিশ্বাসী-অবিশ্বাসী কারও কোনো সন্দেহ ছিল না।তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনায় বিএনপি সেই ন্যায়পরায়ণতার আদর্শকে মূলনীতি হিসেবে গ্রহণ করবে। তিনি জানান, ন্যায়পরায়ণতা—এটাই হবে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার ভিত্তি, যদি বিএনপি ক্ষমতায় আসে।তিনি আরও বলেন, “মহানবীর ন্যায় পরায়ণতার আদর্শ উজ্জীবিত একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা কাজ করছি। আগামী নির্বাচনে দেশের সব ইমাম-খতিব, মুয়াজ্জিন, আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের দোয়া ও সমর্থন কামনা করি।”তারেক রহমান নিজের মা, দলের নেতা-কর্মী, সমর্থক এবং দেশের মানুষের জন্য দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, জাতির ভবিষ্যৎ ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার ওপর দাঁড়াতে হবে, এবং এই লক্ষ্য অর্জনে ধর্মীয় নেতৃত্বের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত