প্রিন্ট এর তারিখঃ Aug 14, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 3, 2025 ইং
পুনর্গঠিত হলো খিদমাহ ব্লাড ব্যাংকের কেন্দ্রীয় কমিটি; চেয়ারম্যান আবদুর রহমান, সেক্রেটারি ইসহাক

সেবামূলক সংগঠন খিদমাহ ব্লাড ব্যাংক-এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে প্রতিষ্ঠাতা আবদুর রহমান কফিল পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং আবু সাঈদ ইসহাক পুনরায় সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন।
শনিবার (২ আগস্ট) বিকাল ৩টায় সিলেটের মারকাযুল হিদায়া হলরুমে খিদমাহ ব্লাড ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা মাওলানা আবদুর রহমান কফিল। আলোচনায় উঠে আসে বিগত বছরের কার্যক্রমের পর্যালোচনা এবং আগামীর জন্য সংগঠনের রক্তবন্ধন প্রকল্পসহ নানান পরিকল্পনা।
সভায় সর্বসম্মতভাবে ২০২৫–২৬ সেশনের জন্য ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী পরিষদ গঠন করা হয়।
নতুন কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন আবু মুসা সাফওয়ান, জাহাঙ্গীর রায়হান ও মুস্তাকিম আল মুনতাজ। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মনোনীত হয়েছেন এমরান আহমদ, আব্দুস সামাদ, খালেদ ইমরান, লাবীব শাহেল, হুসাইন আহমদ, শামীম নোমানসহ আরও অনেকে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১৩ আগস্ট প্রতিষ্ঠিত এই সংগঠন সারা দেশে ৩৬টি শাখার মাধ্যমে কাজ করছে। এখন পর্যন্ত প্রায় ১৭ হাজার রোগীকে স্বেচ্ছায় রক্তদান করা হয়েছে এবং ৬৫ হাজারের বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ধারণ করা হয়েছে ৩০০টির বেশি ক্যাম্পেইনের মাধ্যমে।
সভা শেষে দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুর রহমান কফিল।
স্বত্ব © ২০২৫ কওমী টাইমস | সম্পাদক ও প্রকাশক: মুস্তাইন বিল্লাহ