রাজনৈতিক সংস্কার ও স্বচ্ছ নির্বাচনের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ছাত্রশিবিরের স্মৃতিচারণ অনুষ্ঠানে জামায়াত নেতা ডা. তাহের বলেন, ‘জুলাই আন্দোলনের চেতনা’কে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। তিনি বিশ্বাসঘাতকদের চিহ্নিত করে প্রতিরোধ গড়ার আহ্বান জানান।
৩ আগস্ট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘ছাত্র-জনতার অভ্যুত্থান–২০২৪ স্মৃতিলিখন প্রতিযোগিতা’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জামায়াতে ইসলামির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “জুলাইয়ের ফসল ভোগকারীদের ভেতর বিশ্বাসঘাতকতার গন্ধ পাওয়া যাচ্ছে।”
তিনি বলেন, “এই বিশ্বাসঘাতকদের প্রতিহত করতে হবে, তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে জনগণের আদালতে দাঁড় করাতে হবে।”
ডা. তাহের আরও বলেন, “যারা রাজনৈতিক সংস্কারে বাধা দিচ্ছে, তারা নির্বাচনও বানচাল করতে চায়। সরকার যদি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, তবে তাকে দুর্নীতি প্রতিরোধসহ কাঠামোগত সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে হবে।”
তিনি অভিযোগ করেন, সরকারের কিছু অংশ ‘যেনতেন নির্বাচন’-এর মাধ্যমে আবারও দেশকে ১৫ বছর পেছনে নিতে চাইছে। নির্বাচন যেন দিনের ভোট রাতে না হয়, হাসিনা-মার্কা লুটপাটমুখী ভোট চায় না জনগণ—এমন বার্তাই দেন তিনি।
অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ‘জুলাই চেতনা’ নিয়ে বক্তব্য রাখেন। তারা আন্দোলনের শহীদদের দ্রুত বিচার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান।
এ সময় ২০২৪ সালের আন্দোলনের স্মৃতিলিখন প্রতিযোগিতায় বিজয়ী ৫০ জনকে পুরস্কার প্রদান করা হয়।