রংপুরের গঙ্গাচড়া উপজেলায় হিন্দুপল্লিতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ফেসবুকে উসকানির অভিযোগে সাংবাদিক হাবিবুর রহমান সেলিমকে রিমান্ডে নিয়েছে পুলিশ। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে আরও পাঁচজনকে। হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বাড়ি ফিরেছে, মেরামতের কাজ করছে প্রশাসন।
গত ২৯ জুলাই রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাতপুর ছয়আনি হিন্দুপল্লিতে উত্তেজনা ছড়ায়। একটি ফেসবুক পোস্টে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ ঘিরে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর চালানো হয়। কমপক্ষে ২২টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার তদন্তে উঠে এসেছে সাংবাদিক হাবিবুর রহমান সেলিমের নাম, যিনি স্থানীয় দৈনিক যুগের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক। পুলিশ জানায়, তিনি সামাজিক মাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়ে উত্তেজনা ছড়িয়েছেন এবং ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলাকারীদের প্ররোচিত করেছেন।
সেনাবাহিনীর সহযোগিতায় তাকে ৩ আগস্ট গভীর রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়। ৪ আগস্ট রংপুরের গংগাচড়া আমলী আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ পর্যন্ত হামলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল ইমরান। তিনি আরও বলেন, "বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"
স্থানীয় প্রশাসন জানিয়েছে, অধিকাংশ ক্ষতিগ্রস্ত পরিবার বাড়ি ফিরে এসেছে এবং সরকারিভাবে ঘরবাড়ি মেরামতের কাজ চলছে।