প্রিন্ট এর তারিখঃ Aug 14, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 9, 2025 ইং
স্পেনের ঐতিহাসিক কর্ডোবা মসজিদ–গির্জায় অগ্নিকাণ্ড, কারণ অজানা

স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের কর্ডোবা শহরের ঐতিহাসিক মসজিদ–গির্জায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এ স্থাপনাটির অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত নয়, তবে বৈদ্যুতিক ত্রুটি সন্দেহ করা হচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় কর্ডোবা পৌরসভা জানায়, ঐতিহাসিক মসজিদ–ক্যাথেড্রাল কমপ্লেক্সে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ৫টি দমকল গাড়ি ও একটি হাইড্রোলিক লিফট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। যদিও আগুন পুরোপুরি নেভানো যায়নি, তবে এর বিস্তার ঠেকানো সম্ভব হয়েছে।
পুলিশ সব সড়ক বন্ধ করে দিয়েছে যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। মসজিদ–গির্জা প্ল্যাটফর্মের মুখপাত্র মিগেল সান্তিয়াগো জানান, আগুন মূলত প্রার্থনাকক্ষের পূর্ব প্রান্তে লেগেছে, যেখানে ১৬ ও ১৭ শতকের ঐতিহাসিক ছোট মসজিদঘর রয়েছে।
স্পেনের সরকারি টেলিভিশন TeleRTVE জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে অগ্নিকাণ্ডের কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।
৭৮৬ খ্রিস্টাব্দে আবদুর রহমান প্রথমের শাসনামলে নির্মিত কর্ডোবা মসজিদ ইসলামি আন্দালুসীয় স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। ১২৩৬ সালে খ্রিস্টান কাস্তিল রাজ্য শহরটি দখল করলে মসজিদকে গির্জায় রূপান্তর করা হয়। ১৯৮৪ সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। আজ এটি পর্যটন ও খ্রিস্টান ধর্মীয় কার্যক্রম—দুই উদ্দেশ্যেই ব্যবহৃত হয়।
স্বত্ব © ২০২৫ কওমী টাইমস | সম্পাদক ও প্রকাশক: মুস্তাইন বিল্লাহ