প্রিন্ট এর তারিখঃ Aug 14, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 9, 2025 ইং
বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিলের আত্মপ্রকাশ: নৈতিক সমাজ ও আদর্শ প্রজন্ম গঠনে ঐক্যের ডাক

বাংলাদেশে নৈতিক মূল্যবোধ ও সামাজিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আত্মপ্রকাশ করল নতুন সংগঠন “বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিল”। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে নেতারা দেশের নীতিনিষ্ঠ প্রজন্ম গঠনের গুরুত্ব তুলে ধরেন।
শনিবার (৯ আগস্ট) সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নতুন ধর্মীয় ও সামাজিক সংগঠন “বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিল”। সংগঠনের সভাপতি মুফতি হামিদুল ইসলাম নাফিসের সভাপতিত্বে এবং মহাসচিব মাওলানা মুফতি মনির হোসেন রাহমানীর সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইসলামি নেতারা অংশ নেন।
প্রধান অতিথি ও সংগঠনের প্রধান উপদেষ্টা আল্লামা মুহিবুল্লাহিল বাকী নদভী বলেন, “সামাজিক অবক্ষয় রোধ, সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠন এবং আদর্শিক প্রজন্ম তৈরিতে ইমামদের সক্রিয় ভূমিকা এখন সময়ের দাবি।” তিনি প্রতিটি অঞ্চলের ইমাম ও খতিবকে দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান।
মুখ্য আলোচক মাওলানা মুসা আল হাফিজ বলেন, ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের মর্যাদা দিয়ে তাদের নৈতিকতা উন্নয়ন ও ইসলামী সংস্কৃতির আলোকে স্বপ্নের বাংলাদেশ গঠনের কাজে লাগানো জরুরি। তিনি সতর্ক করেন, এই প্রক্রিয়া ব্যর্থ হলে দেশের ভবিষ্যতে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে।
অনুষ্ঠানে হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুল কাইউম সোবহানী, খতমে নবুওয়্যাত সংরক্ষণ কমিটির মহাসচিব আল্লামা ইমামুদ্দীন, শর্ষিনা দরবারের ছোট পীর মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকীসহ বিভিন্ন ইসলামি দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হন মাওলানা হামিদুল ইসলাম নাফিস, সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান এবং মহাসচিব মাওলানা মনির হোসেন রাহমানী। কমিটির অন্যান্য সহসভাপতি হিসেবে দায়িত্ব পান মাওলানা রুহুল আমীন ফারুকী, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা এহতেশামুল হক সাখীসহ কয়েকজন বিশিষ্ট আলেম।
স্বত্ব © ২০২৫ কওমী টাইমস | সম্পাদক ও প্রকাশক: মুস্তাইন বিল্লাহ