প্রিন্ট এর তারিখঃ Aug 14, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 10, 2025 ইং
তুরস্কের স্থাপত্যে কিশোরগঞ্জের পাগলা মসজিদে ৬০ কোটি টাকার আধুনিক ইসলামিক কমপ্লেক্স

ঐতিহাসিক পাগলা মসজিদ ওয়াকফ এস্টেটে তুরস্কের স্থাপত্যশৈলিতে নির্মিত হবে ৬০ কোটি টাকার আধুনিক ইসলামিক কমপ্লেক্স। এতে থাকবে শিক্ষা, সেবা ও ধর্মীয় কার্যক্রমের নানা সুযোগ-সুবিধা।
রবিবার (১০ আগস্ট) সকালে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় শেষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ঘোষণা দেন, ৯০ কোটি টাকার বেশি তহবিল থাকা এই ওয়াকফ এস্টেট থেকে প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে ১০ তলা বিশিষ্ট আধুনিক ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে। এর নকশা প্রভাবিত হবে তুরস্কের ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলিতে।
কমপ্লেক্সে থাকবে মাদ্রাসা, এতিমখানা, লাইব্রেরি, মিলনায়তন ও অতিথিশালাসহ বহুমুখী সুযোগ-সুবিধা। পাগলা মসজিদ দেশের অন্যতম ঐতিহাসিক ধর্মীয় কেন্দ্র, যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ মানত, দান ও সদকা প্রদান করেন। এই দানকৃত গরু, ছাগল, হাঁস-মুরগি ইত্যাদি নিলামে বিক্রি হলেও, নিলাম প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে একটি সাব-কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়েছে।
ধর্ম উপদেষ্টা জানান, ওয়াকফ এস্টেটের তহবিল থেকে প্রাপ্ত মুনাফা সমাজের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় করা হবে, বিশেষ করে দুরারোগ্য রোগে আক্রান্ত রোগী, অনাথ, বিধবা ও গরীব শিক্ষার্থীদের সহায়তায়। সভায় ওয়াকফ প্রশাসক নূর আলম, জেলা প্রশাসক ফৌজিয়া খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাগলা মসজিদ ওয়াকফ এস্টেট ১৯৬৪ সালে তালিকাভুক্ত হয়, বর্তমানে এতে রয়েছে সাড়ে পাঁচ একর জমি এবং গত অর্থবছরে এক কোটি ৩৩ লাখ টাকার বেশি ওয়াকফ কন্ট্রিবিউশন এসেছে।
স্বত্ব © ২০২৫ কওমী টাইমস | সম্পাদক ও প্রকাশক: মুস্তাইন বিল্লাহ