প্রিন্ট এর তারিখঃ Aug 13, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 10, 2025 ইং
আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ, অপরাধে নীরব দর্শক সরকার: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক অভিযোগ করেছেন, সরকার আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়ে অপরাধে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তিনি আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক সংস্কার, অপরাধীদের বিচার এবং ইসলামপন্থীদের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন।
শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে মামুনুল হক বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা থাকলেও তারা অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখছে না; বরং অপরাধ সংঘটিত হওয়ার পরেই ব্যবস্থা নেয়। তিনি বলেন, একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত।
তিনি আরও বলেন, কাঙ্ক্ষিত সংস্কার, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের নিশ্চয়তা এবং সমান সুযোগ ছাড়া আসন্ন নির্বাচন দেশ-বিদেশে গ্রহণযোগ্য হবে না। ইসলামপন্থীদের দীর্ঘদিনের ঐক্যের আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে তিনি সতর্ক করেন— ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ঐক্যের সুযোগ হাতছাড়া হলে তা আর ফিরে আসবে না।
বৈঠকে দলের সিনিয়র নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় নির্বাহীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে ন্যায্য রাজনৈতিক পরিবেশ ও জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
স্বত্ব © ২০২৫ কওমী টাইমস | সম্পাদক ও প্রকাশক: মুস্তাইন বিল্লাহ