তুর্কি পার্লামেন্ট স্পিকার নুমান কুরতুলমুশ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ পোস্ট করে আল জাজিরার গাজার সাংবাদিক আনাস আশশরীফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, “সাহসী সাংবাদিক আনাস আশশরীফ, যিনি গাজার কণ্ঠস্বর ও বিবেক, ইসরায়েলি আগ্রাসনে বীরত্বের সঙ্গে শহীদ হয়েছেন।”
কুরতুলমুশ আরও জানান, সত্য তুলে ধরার সাহসী প্রচেষ্টায় আশশরীফ কেবল গাজারই নয়, পুরো মানবতার বিবেক হয়ে উঠেছিলেন। তিনি প্রতিশ্রুতি দেন, এই বর্বরোচিত হামলা ভুলে যাওয়া হবে না এবং মানব মর্যাদার সংগ্রামে বিজয় আসবেই।
গাজার সরকারি তথ্য অফিসের তথ্যমতে, সোমবার ভোরে সাংবাদিকদের একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় আনাস আশশরীফ, মোহাম্মদ কুরেইক, ফটো সাংবাদিক ইব্রাহিম জাহের ও মুমিন আলিউয়া, এবং সহকারী মোহাম্মদ নুফল নিহত হন।
এতে গাজায় চলমান সংঘাতে নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৩৭ জনে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘ভয়াবহ ও নৃশংস গণহত্যা’ বলে উল্লেখ করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, আশশরীফ হামাসের একটি সেল পরিচালনা করছিলেন এবং ইসরায়েলের দিকে রকেট হামলার পরিকল্পনা করছিলেন। তবে গাজায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই দাবি আন্তর্জাতিক মহলে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হয়েছে।
৭ অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে গাজায় এ পর্যন্ত ৬১,৪৩০ জন নিহত, ১,৫৩,২১৩ জন আহত এবং ৯,০০০-এর বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। এছাড়া লাখো মানুষ গৃহহীন ও তীব্র খাদ্য সংকটে ভুগছেন, যার মধ্যে বহু শিশু প্রাণ হারিয়েছে।