ইসরায়েলের গাজা ও পশ্চিম তীরে চলমান হামলা এবং সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার ঘটনায় সুইডেনের রাজধানী স্টকহোমে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার কর্মী ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে শত শত মানুষ রাস্তায় নেমে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন।
স্টকহোমের ওডেনপ্লান স্কয়ারে সমবেত হওয়া বিক্ষোভকারীরা নিহত সাংবাদিকদের ছবি ও ফিলিস্তিনি পতাকা বহন করেন। বিশেষভাবে, গত সপ্তাহে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত আল জাজিরা সাংবাদিক এনেস আশ-শরীফ ও তার সহকর্মীদের স্মরণে অনেকেই কালো পোশাক পরে আসেন এবং প্রতীকী কফিন বহন করেন।
"ফিলিস্তিনের স্বাধীনতা চাই, নেতানিয়াহু-ট্রাম্প পরিকল্পনা বাতিল হোক" লেখা ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা পরে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে পদযাত্রা করেন।
ইভেন্টে অংশ নেওয়া সুইডিশ মানবাধিকার কর্মী বারবারা হাগেন জানান, অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে চালানো ফিলিস্তিন দমননীতির বিরুদ্ধে তাঁরা প্রতিবাদ জানাতে এসেছেন। তিনি বলেন,
“ইসরায়েল বহু বছর ধরে ফিলিস্তিন দখল করে রেখেছে। আজ আমরা দেখছি, খাদ্যের সন্ধানে যাওয়া সাধারণ মানুষকেও লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। শিশুরা ইচ্ছাকৃতভাবে হত্যার শিকার হচ্ছে। এটি এক ধরনের চলমান গণহত্যা।”
আয়োজক সংগঠনগুলো জানিয়েছে, তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাচ্ছে যাতে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হয় এবং ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করা হয়।