মাহমুদুর রহমান মান্না ‘শাপলা’ প্রতীক দাবি থেকে সরে, এনসিপিকে দেওয়া হলে মামলা করবেন না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, তিনি ‘শাপলা’ প্রতীকের জন্য আর মামলা করবেন না। নির্বাচন কমিশন যদি জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) এই প্রতীক দেয়, তাহলে তিনি তা মেনে নেবেন।মাহমুদুর রহমান মান্না বৃহস্পতিবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক পোস্টে জানিয়েছেন, “আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশন আর কাউকে দিতে পারবে না। তবে ওরা (এনসিপি) আমার কাছে এসেছিল। যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়স ও অভিজ্ঞতা বিবেচনায় আমি তাদের প্রতি দরদি। শাপলা প্রতীক যদি তাদের দেওয়া হয়, আমি কোনো মামলা করব না।”ইনফর্মেশন সূত্র অনুযায়ী, এনসিপি প্রথমে শাপলা, কলম ও মোবাইল ফোনের মধ্যে যেকোনো একটি প্রতীকের জন্য আবেদন করেছিল। পরে তারা আবেদন সংশোধন করে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা দেওয়ার অনুরোধ করে।তবে নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় উল্লেখিত ১১৫টি প্রতীকের মধ্যে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা নেই। তাই এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়। এর বিকল্প হিসেবে কমিশন খাট, থালা, বেগুন, বালতি সহ ৫০টি প্রতীকের মধ্য থেকে বেছে নেওয়ার নির্দেশ দিয়েছে। এনসিপিকে আগামী ৭ অক্টোবরের মধ্যে নিজের প্রতীক নির্ধারণ করতে হবে।
এই ঘোষণার পর রাজনৈতিক মহলে দেখা দিয়েছে ব্যতিক্রমী প্রতিক্রিয়া। নাগরিক ঐক্য ও এনসিপির মধ্যে এই প্রতীকের বিতর্ক নির্বাচন আগেই নাটকীয় মাত্রা পেয়েছে।