ঢাকা    বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
ঢাকা    বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
কওমী টাইমস

সীতাকুণ্ড সন্ত্রাসী সংঘর্ষে যুবদল নেতাদের বহিষ্কার

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিপুরে সন্ত্রাসীদের দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত হওয়ার ও দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জাতীয়তাবাদী যুবদল বহিষ্কার করেছে উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মেম্বার ও দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হক তালুকদারকে। সোমবার সন্ধ্যায় বহিষ্কার হলেও বিষয়টি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃত নেতাদের যে কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। এছাড়া যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক রাখার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।ঘটনার পটভূমি অনুযায়ী, গত শুক্রবার রাতভর সীতাকুণ্ডের জঙ্গল সলিপুর ও আলীনগরের দখল নিয়ে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। শনিবার ভোরে একজন নিহত হয়।পরদিন, রোববার সংবাদ সংগ্রহের সময় চট্টগ্রামের বেসরকারি টেলিভিশন “এখন” এর ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিহাদ ও চিত্র সাংবাদিক মো. পারভেজ এর ওপর সন্ত্রাসীরা হামলা চালায়, যার ফলে তারা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিক অভিযোগ অনুযায়ী, বহিষ্কৃত নেতা রোকন উদ্দিন মেম্বার এই সংঘর্ষে একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছিলেন।

সীতাকুণ্ড সন্ত্রাসী সংঘর্ষে যুবদল নেতাদের বহিষ্কার