ঢাকা    মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
ঢাকা    মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
কওমী টাইমস

ফিলিস্তিনিরা যুদ্ধের অবসান চাইলেও ট্রাম্পের প্রস্তাবকে দেখছে ইসরায়েলের শর্তের প্রতিলিপি হিসেবে

ট্রাম্পের পরিকল্পনা ইসরায়েলের শর্তের প্রতিলিপি, ফিলিস্তিনিদের শঙ্কা


কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

ট্রাম্পের পরিকল্পনা ইসরায়েলের শর্তের প্রতিলিপি, ফিলিস্তিনিদের শঙ্কা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধের অবসান ঘটাতে ২০ দফা সমন্বিত পরিকল্পনা উপস্থাপন করেছেন। তবে ফিলিস্তিনিরা মনে করছেন, এতে ইসরায়েলের চাপানো শর্তই প্রতিফলিত হয়েছে এবং বাস্তবায়নের সুযোগ অত্যন্ত সীমিত। ফলে যুদ্ধ শেষ হওয়ার আশা জাগলেও পরিকল্পনার ব্যর্থতার শঙ্কাই প্রবল হয়ে উঠছে।

২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তার প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়ন হলে গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি হবে, ইসরায়েল ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে এবং সব বন্দি মুক্তি পাবে। এ প্রক্রিয়ায় হামাসকে গাজা শাসন থেকে বাদ দেওয়া হবে।

তবে ফিলিস্তিনিদের শঙ্কা, এই পরিকল্পনায় মূলত ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার ৫টি শর্তই প্রধান হয়ে উঠেছে—

  • হামাসের অস্ত্র সমর্পণ

  • গাজার পূর্ণ নিরস্ত্রীকরণ
  • সব ইসরায়েলি বন্দির মুক্তি
  • গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকা
  • ইসরায়েলের অনুমোদিত বিকল্প প্রশাসনের প্রতিষ্ঠা

ফিলিস্তিনি বিশ্লেষক ও সাংবাদিক বিসাম আফিফে মন্তব্য করেছেন, ট্রাম্পের পরিকল্পনা “ইসরায়েলের শর্তের প্রতিলিপি”। এতে ফিলিস্তিনিদের মৌলিক দাবি—যেমন অবরোধ প্রত্যাহার, পূর্ণ সেনা প্রত্যাহার, মানবিক পরিস্থিতির উন্নতি—সবই শর্তসাপেক্ষ করা হয়েছে। তার মতে, এটি কেবল হামাস নয়, বরং পুরো ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে টার্গেট করছে।

তিনি আরও বলেন, পরিকল্পনার প্রথম ধাপেই “কোনো সন্ত্রাসী উপাদান থাকবে না” বলা হয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংজ্ঞায় সব ধরনের প্রতিরোধ শক্তিকে গাজা প্রশাসন থেকে বাদ দেওয়ার ইঙ্গিত দেয়। এ ধরনের অস্পষ্ট ও ফাঁকা ধারা পরিকল্পনার ব্যর্থতার ঝুঁকি বাড়াচ্ছে।

ফিলিস্তিনি নাগরিক আদিল নাহহাল মনে করেন, “এটি মূলত আত্মসমর্পণের সমান।” তবে দীর্ঘ রক্তপাত ও গণহত্যায় ক্লান্ত জনগণ শান্তির আশায় কিছুটা নমনীয় হতে বাধ্য হতে পারে। তিনি বলেন, “যদি বাস্তুচ্যুতদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করা হয় এবং জোরপূর্বক উচ্ছেদ বন্ধ থাকে, তবে মানুষ কিছুটা হলেও এই পরিকল্পনা মেনে নিতে পারে।”

অন্যদিকে ফিলিস্তিনি নাগরিক জামিল আয়িদে জোর দিয়ে বলেন, প্রকৃত সমাধান হবে ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধান। তার মতে, ফিলিস্তিন প্রশ্ন সমাধান না হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বেই শান্তি অচল থাকবে।

ট্রাম্পের পরিকল্পনা ফিলিস্তিনে যুদ্ধবিরতির নতুন আলো দেখালেও এর মধ্যে ইসরায়েলি প্রাধান্যের ছাপ প্রবল। ফিলিস্তিনিরা শান্তি চায়, কিন্তু তারা আশঙ্কা করছে, এই পরিকল্পনা কার্যকর হলে সেটি “সমাধান” নয়, বরং “আত্মসমর্পণ” হয়ে উঠবে।

বিষয় : ফিলিস্তিন

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫


ট্রাম্পের পরিকল্পনা ইসরায়েলের শর্তের প্রতিলিপি, ফিলিস্তিনিদের শঙ্কা

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধের অবসান ঘটাতে ২০ দফা সমন্বিত পরিকল্পনা উপস্থাপন করেছেন। তবে ফিলিস্তিনিরা মনে করছেন, এতে ইসরায়েলের চাপানো শর্তই প্রতিফলিত হয়েছে এবং বাস্তবায়নের সুযোগ অত্যন্ত সীমিত। ফলে যুদ্ধ শেষ হওয়ার আশা জাগলেও পরিকল্পনার ব্যর্থতার শঙ্কাই প্রবল হয়ে উঠছে।

২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তার প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়ন হলে গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি হবে, ইসরায়েল ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে এবং সব বন্দি মুক্তি পাবে। এ প্রক্রিয়ায় হামাসকে গাজা শাসন থেকে বাদ দেওয়া হবে।

তবে ফিলিস্তিনিদের শঙ্কা, এই পরিকল্পনায় মূলত ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার ৫টি শর্তই প্রধান হয়ে উঠেছে—

  • হামাসের অস্ত্র সমর্পণ

  • গাজার পূর্ণ নিরস্ত্রীকরণ
  • সব ইসরায়েলি বন্দির মুক্তি
  • গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকা
  • ইসরায়েলের অনুমোদিত বিকল্প প্রশাসনের প্রতিষ্ঠা

ফিলিস্তিনি বিশ্লেষক ও সাংবাদিক বিসাম আফিফে মন্তব্য করেছেন, ট্রাম্পের পরিকল্পনা “ইসরায়েলের শর্তের প্রতিলিপি”। এতে ফিলিস্তিনিদের মৌলিক দাবি—যেমন অবরোধ প্রত্যাহার, পূর্ণ সেনা প্রত্যাহার, মানবিক পরিস্থিতির উন্নতি—সবই শর্তসাপেক্ষ করা হয়েছে। তার মতে, এটি কেবল হামাস নয়, বরং পুরো ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে টার্গেট করছে।

তিনি আরও বলেন, পরিকল্পনার প্রথম ধাপেই “কোনো সন্ত্রাসী উপাদান থাকবে না” বলা হয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংজ্ঞায় সব ধরনের প্রতিরোধ শক্তিকে গাজা প্রশাসন থেকে বাদ দেওয়ার ইঙ্গিত দেয়। এ ধরনের অস্পষ্ট ও ফাঁকা ধারা পরিকল্পনার ব্যর্থতার ঝুঁকি বাড়াচ্ছে।

ফিলিস্তিনি নাগরিক আদিল নাহহাল মনে করেন, “এটি মূলত আত্মসমর্পণের সমান।” তবে দীর্ঘ রক্তপাত ও গণহত্যায় ক্লান্ত জনগণ শান্তির আশায় কিছুটা নমনীয় হতে বাধ্য হতে পারে। তিনি বলেন, “যদি বাস্তুচ্যুতদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করা হয় এবং জোরপূর্বক উচ্ছেদ বন্ধ থাকে, তবে মানুষ কিছুটা হলেও এই পরিকল্পনা মেনে নিতে পারে।”

অন্যদিকে ফিলিস্তিনি নাগরিক জামিল আয়িদে জোর দিয়ে বলেন, প্রকৃত সমাধান হবে ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধান। তার মতে, ফিলিস্তিন প্রশ্ন সমাধান না হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বেই শান্তি অচল থাকবে।

ট্রাম্পের পরিকল্পনা ফিলিস্তিনে যুদ্ধবিরতির নতুন আলো দেখালেও এর মধ্যে ইসরায়েলি প্রাধান্যের ছাপ প্রবল। ফিলিস্তিনিরা শান্তি চায়, কিন্তু তারা আশঙ্কা করছে, এই পরিকল্পনা কার্যকর হলে সেটি “সমাধান” নয়, বরং “আত্মসমর্পণ” হয়ে উঠবে।


কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত