ঢাকা    বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
ঢাকা    বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
কওমী টাইমস

টেকনাফের পাহাড়ে যৌথ অভিযানে নারী-শিশুসহ ৩৯ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড, আটক মানবপাচারকারী চক্রের দুই সদস্য।

টেকনাফে যৌথ অভিযানে নারী-শিশুসহ ৩৯ জনকে উদ্ধার, মানবপাচারকারী আটক ২


কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

টেকনাফে যৌথ অভিযানে নারী-শিশুসহ ৩৯ জনকে উদ্ধার, মানবপাচারকারী আটক ২

কক্সবাজারের টেকনাফে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে অপহৃত নারী-শিশুসহ ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে।

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মানবপাচারকারীদের কবল থেকে নারী-শিশুসহ ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। এসময় মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস কমান্ডো দল ও কোস্টগার্ড সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

নৌবাহিনী সূত্রে জানা যায়, অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে পাচারকারীরা পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়। পরে পাহাড়ে চিরুনি অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ১৮ জন রোহিঙ্গা নারী, ১১ জন রোহিঙ্গা পুরুষ, আটজন রোহিঙ্গা শিশু ও দুজন বাঙালি পুরুষকে।

উদ্ধার হওয়া ভুক্তভোগীরা জানিয়েছেন, সংঘবদ্ধ মানবপাচারকারী দল বিভিন্ন প্রলোভন দেখিয়ে কিংবা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের পাহাড়ে আটকে রাখে। পরে মুক্তিপণ দাবি ও বিদেশে পাঠানোর প্রলোভন দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয় তারা।

নৌবাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং আটক দুই পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত নৌবাহিনীর অভিযানে মোট ১৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। নৌবাহিনী জানিয়েছে, মানবপাচার ও চোরাচালানসহ যেকোনো অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : রোহিঙ্গা কক্সবাজার কোস্টগার্ড টেকনাফ মানবপাচার নৌবাহিনী

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫


টেকনাফে যৌথ অভিযানে নারী-শিশুসহ ৩৯ জনকে উদ্ধার, মানবপাচারকারী আটক ২

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৫

featured Image

কক্সবাজারের টেকনাফে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে অপহৃত নারী-শিশুসহ ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে।

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মানবপাচারকারীদের কবল থেকে নারী-শিশুসহ ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। এসময় মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস কমান্ডো দল ও কোস্টগার্ড সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

নৌবাহিনী সূত্রে জানা যায়, অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে পাচারকারীরা পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়। পরে পাহাড়ে চিরুনি অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ১৮ জন রোহিঙ্গা নারী, ১১ জন রোহিঙ্গা পুরুষ, আটজন রোহিঙ্গা শিশু ও দুজন বাঙালি পুরুষকে।

উদ্ধার হওয়া ভুক্তভোগীরা জানিয়েছেন, সংঘবদ্ধ মানবপাচারকারী দল বিভিন্ন প্রলোভন দেখিয়ে কিংবা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের পাহাড়ে আটকে রাখে। পরে মুক্তিপণ দাবি ও বিদেশে পাঠানোর প্রলোভন দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয় তারা।

নৌবাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং আটক দুই পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত নৌবাহিনীর অভিযানে মোট ১৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। নৌবাহিনী জানিয়েছে, মানবপাচার ও চোরাচালানসহ যেকোনো অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।


কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত