ঢাকা   শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
ঢাকা   শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
কওমী টাইমস

চৌদ্দগ্রামে টানা ৪০ দিন জামাতে নামাজে অংশগ্রহণকারী ১৪৮ শিশু-কিশোরকে উপহার


কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

চৌদ্দগ্রামে টানা ৪০ দিন জামাতে নামাজে অংশগ্রহণকারী ১৪৮ শিশু-কিশোরকে উপহার

কুমিল্লার চৌদ্দগ্রামে এক ব্যতিক্রমী উদ্যোগে টানা ৪০ দিন জামাতে নামাজে অংশগ্রহণকারী ১৪৮ শিশু ও কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। স্থানীয় সংগঠন ও প্রবাসীদের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় ৮ জন বিজয়ী শিশু বাইসাইকেল এবং বাকি ১৪০ জন শিক্ষার্থী ব্যাগ, খাতা-কলমসহ নানা উপহার পায়।

শুক্রবার (৩ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুলাসা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লা। অনুষ্ঠানে সহযোগিতা করেন প্রবাসী কল্যাণের বিভিন্ন প্রতিনিধি।

আয়োজক কমিটির আহ্বায়ক মজিবুল ইসলাম জানান, “শিশু-কিশোরদের মসজিদমুখী করা ও তাদের ধর্মীয় চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। কুলাসা গ্রামের ৮টি মসজিদে ১০ থেকে ২০ বছর বয়সী প্রায় ২০০ শিশু-কিশোর অংশ নেয়। ধারাবাহিকভাবে ৪০ দিন নামাজ আদায়ের মাধ্যমে শেষ পর্যন্ত ১৪৮ জন প্রতিযোগিতা সম্পন্ন করে।”

প্রতিযোগিতায় ৮ জন শিশুকে বিজয়ী ঘোষণা করে তাদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। এছাড়া ১০ জন প্রতিযোগী যারা মাত্র একটি ওয়াক্ত নামাজে অনুপস্থিত ছিলেন, তাদের জন্যও বিশেষ উপহারের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা কাজী মহিউদ্দিন এবং সঞ্চালনা করেন আলাউদ্দিন মিশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক সৈয়দ একরামুল হক হারুন, ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু, সাবেক প্রফেসর মোস্তফা কামালসহ স্থানীয় শিক্ষা ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

স্থানীয়রা জানান, এ আয়োজনের ফলে শুধু শিশুরাই নয়, অভিভাবকরাও নিয়মিত মসজিদে নামাজ পড়তে উৎসাহিত হয়েছেন। কুলাসার পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসেন বলেন, “এ প্রতিযোগিতার কারণে মসজিদে প্রতিদিন ভরপুর উপস্থিতি ছিল। ভবিষ্যত প্রজন্মকে চরিত্রবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগ অব্যাহত রাখা হবে।”

বিষয় : শিক্ষা সমাজ শিশু-কিশোর

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫


চৌদ্দগ্রামে টানা ৪০ দিন জামাতে নামাজে অংশগ্রহণকারী ১৪৮ শিশু-কিশোরকে উপহার

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫

featured Image

কুমিল্লার চৌদ্দগ্রামে এক ব্যতিক্রমী উদ্যোগে টানা ৪০ দিন জামাতে নামাজে অংশগ্রহণকারী ১৪৮ শিশু ও কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। স্থানীয় সংগঠন ও প্রবাসীদের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় ৮ জন বিজয়ী শিশু বাইসাইকেল এবং বাকি ১৪০ জন শিক্ষার্থী ব্যাগ, খাতা-কলমসহ নানা উপহার পায়।

শুক্রবার (৩ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুলাসা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লা। অনুষ্ঠানে সহযোগিতা করেন প্রবাসী কল্যাণের বিভিন্ন প্রতিনিধি।

আয়োজক কমিটির আহ্বায়ক মজিবুল ইসলাম জানান, “শিশু-কিশোরদের মসজিদমুখী করা ও তাদের ধর্মীয় চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। কুলাসা গ্রামের ৮টি মসজিদে ১০ থেকে ২০ বছর বয়সী প্রায় ২০০ শিশু-কিশোর অংশ নেয়। ধারাবাহিকভাবে ৪০ দিন নামাজ আদায়ের মাধ্যমে শেষ পর্যন্ত ১৪৮ জন প্রতিযোগিতা সম্পন্ন করে।”

প্রতিযোগিতায় ৮ জন শিশুকে বিজয়ী ঘোষণা করে তাদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। এছাড়া ১০ জন প্রতিযোগী যারা মাত্র একটি ওয়াক্ত নামাজে অনুপস্থিত ছিলেন, তাদের জন্যও বিশেষ উপহারের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা কাজী মহিউদ্দিন এবং সঞ্চালনা করেন আলাউদ্দিন মিশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক সৈয়দ একরামুল হক হারুন, ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু, সাবেক প্রফেসর মোস্তফা কামালসহ স্থানীয় শিক্ষা ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

স্থানীয়রা জানান, এ আয়োজনের ফলে শুধু শিশুরাই নয়, অভিভাবকরাও নিয়মিত মসজিদে নামাজ পড়তে উৎসাহিত হয়েছেন। কুলাসার পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসেন বলেন, “এ প্রতিযোগিতার কারণে মসজিদে প্রতিদিন ভরপুর উপস্থিতি ছিল। ভবিষ্যত প্রজন্মকে চরিত্রবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগ অব্যাহত রাখা হবে।”


কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত