ঢাকা    বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
ঢাকা    বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
কওমী টাইমস

উত্তরায় কিশোর গ্যাং প্রধান আকাশসহ তিনজন গ্রেপ্তার


কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

উত্তরায় কিশোর গ্যাং প্রধান আকাশসহ তিনজন গ্রেপ্তার

উত্তরায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাং প্রধান আসাদুর রহমান আকাশসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার বিকেলে উত্তরা আর্মি ক্যাম্পে প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, গ্রেপ্তারকৃত আসাদুর রহমান আকাশ ও তার সহযোগী ফরিদ উদ্দিন ও রবিন দীর্ঘদিন ধরে উত্তরা এলাকায় মামলা বানিজ্য, চাঁদাবাজি এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছিল। সাংবাদিকদের ওপর হামলাসহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে।

সেনাবাহিনী প্রকাশিত তথ্যে বলা হয়, একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় আসাদুর রহমান আকাশ একজন সাংবাদিককে গলা টিপে ধরছে এবং একের পর এক ঘুষি ও লাথি মারছে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে সমন্বয়ক পরিচয়ের আড়ালে নিয়মিত চাঁদাবাজি করে আসছিল। বিগত এক বছরে উত্তরা এলাকার বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বিপুল পরিমাণ চাঁদা আদায়ের কথাও স্বীকার করেছে তারা।

এছাড়া, আসাদুর রহমান আকাশের নেতৃত্বে একাধিক কিশোর গ্যাং সক্রিয় ছিল এবং নিরীহ মানুষকে মারধরের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা অপরাধমূলক কর্মকাণ্ডের কথা স্বীকার করেছে বলে সেনাবাহিনী জানিয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাদের উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয় : অপরাধ আইনশৃঙ্খলা সেনাবাহিনী কিশোর গ্যাং সাংবাদিক নির্যাতন

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫


উত্তরায় কিশোর গ্যাং প্রধান আকাশসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫

featured Image

উত্তরায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাং প্রধান আসাদুর রহমান আকাশসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার বিকেলে উত্তরা আর্মি ক্যাম্পে প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, গ্রেপ্তারকৃত আসাদুর রহমান আকাশ ও তার সহযোগী ফরিদ উদ্দিন ও রবিন দীর্ঘদিন ধরে উত্তরা এলাকায় মামলা বানিজ্য, চাঁদাবাজি এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছিল। সাংবাদিকদের ওপর হামলাসহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে।

সেনাবাহিনী প্রকাশিত তথ্যে বলা হয়, একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় আসাদুর রহমান আকাশ একজন সাংবাদিককে গলা টিপে ধরছে এবং একের পর এক ঘুষি ও লাথি মারছে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে সমন্বয়ক পরিচয়ের আড়ালে নিয়মিত চাঁদাবাজি করে আসছিল। বিগত এক বছরে উত্তরা এলাকার বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বিপুল পরিমাণ চাঁদা আদায়ের কথাও স্বীকার করেছে তারা।

এছাড়া, আসাদুর রহমান আকাশের নেতৃত্বে একাধিক কিশোর গ্যাং সক্রিয় ছিল এবং নিরীহ মানুষকে মারধরের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা অপরাধমূলক কর্মকাণ্ডের কথা স্বীকার করেছে বলে সেনাবাহিনী জানিয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাদের উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত