ঢাকা    বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
ঢাকা    বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
কওমী টাইমস

২২ দিনব্যাপী ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ শুরু, সমুদ্রে নৌবাহিনীর কড়া নজরদারি


কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

২২ দিনব্যাপী ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ শুরু, সমুদ্রে নৌবাহিনীর কড়া নজরদারি

ইলিশ সম্পদ সংরক্ষণে প্রতিবছরের মতো এবারও সারাদেশে শুরু হয়েছে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী এ অভিযানে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। পাশাপাশি সামুদ্রিক এলাকায় সব ধরনের মৎস্য আহরণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সরকারি এ নির্দেশনা বাস্তবায়নে নদী, সমুদ্র ও উপকূলীয় এলাকায় মোতায়েন রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও আধুনিক মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সার্বক্ষণিক নজরদারিতে নিয়োজিত রয়েছে।

নৌবাহিনীর তথ্য অনুযায়ী, ১৭টি যুদ্ধজাহাজ দেশের ৯টি জেলায় মোতায়েন রয়েছে। এর মধ্যে—

  • চাঁদপুরে বানৌজা ধানসিঁড়ি/শহীদ ফরিদ ও বিএনডিবি গাংচিল

  • কক্সবাজারে বানৌজা অতন্দ্র, শহীদ মহিবুল্লাহ, দুর্জয়, সাগর ও শহীদ দৌলত

  • খুলনায় বানৌজা মেঘনা, চিত্রা/তিতাস

  • বাগেরহাটে বানৌজা করতোয়া, আবু বকর/দুর্গম

  • পিরোজপুর ও বরগুনায় বানৌজা সালাম ও কুশিয়ারা

  • বরিশালে বানৌজা পদ্মা, চিত্রা/তিতাস

  • পটুয়াখালীতে এলসিভিপি-০১৩

এছাড়া গভীর সমুদ্রে দেশি-বিদেশি অবৈধ মাছ শিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে যুদ্ধজাহাজ ও পেট্রোল এয়ারক্রাফট টহল অব্যাহত রেখেছে।

অভিযানের অংশ হিসেবে স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য বিভাগের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে নৌবাহিনী। ইলিশের প্রধান প্রজনন অঞ্চলে যুদ্ধজাহাজ, বোট ও ক্রাফট মোতায়েন করে অবৈধ আহরণ রোধ ও সংরক্ষণ কার্যক্রম তদারকি করা হচ্ছে।

নিষিদ্ধ সময়ে আইন ভঙ্গ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নৌবাহিনী ও মৎস্য কর্তৃপক্ষ।

বিষয় : নৌবাহিনী পরিবেশ মাছধরা জাতীয় সংবাদ

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫


২২ দিনব্যাপী ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ শুরু, সমুদ্রে নৌবাহিনীর কড়া নজরদারি

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫

featured Image

ইলিশ সম্পদ সংরক্ষণে প্রতিবছরের মতো এবারও সারাদেশে শুরু হয়েছে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী এ অভিযানে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। পাশাপাশি সামুদ্রিক এলাকায় সব ধরনের মৎস্য আহরণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সরকারি এ নির্দেশনা বাস্তবায়নে নদী, সমুদ্র ও উপকূলীয় এলাকায় মোতায়েন রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও আধুনিক মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সার্বক্ষণিক নজরদারিতে নিয়োজিত রয়েছে।

নৌবাহিনীর তথ্য অনুযায়ী, ১৭টি যুদ্ধজাহাজ দেশের ৯টি জেলায় মোতায়েন রয়েছে। এর মধ্যে—

  • চাঁদপুরে বানৌজা ধানসিঁড়ি/শহীদ ফরিদ ও বিএনডিবি গাংচিল

  • কক্সবাজারে বানৌজা অতন্দ্র, শহীদ মহিবুল্লাহ, দুর্জয়, সাগর ও শহীদ দৌলত

  • খুলনায় বানৌজা মেঘনা, চিত্রা/তিতাস

  • বাগেরহাটে বানৌজা করতোয়া, আবু বকর/দুর্গম

  • পিরোজপুর ও বরগুনায় বানৌজা সালাম ও কুশিয়ারা

  • বরিশালে বানৌজা পদ্মা, চিত্রা/তিতাস

  • পটুয়াখালীতে এলসিভিপি-০১৩

এছাড়া গভীর সমুদ্রে দেশি-বিদেশি অবৈধ মাছ শিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে যুদ্ধজাহাজ ও পেট্রোল এয়ারক্রাফট টহল অব্যাহত রেখেছে।

অভিযানের অংশ হিসেবে স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য বিভাগের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে নৌবাহিনী। ইলিশের প্রধান প্রজনন অঞ্চলে যুদ্ধজাহাজ, বোট ও ক্রাফট মোতায়েন করে অবৈধ আহরণ রোধ ও সংরক্ষণ কার্যক্রম তদারকি করা হচ্ছে।

নিষিদ্ধ সময়ে আইন ভঙ্গ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নৌবাহিনী ও মৎস্য কর্তৃপক্ষ।


কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত