
মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসূলুদ্দিন অনুষদের বরেণ্য অধ্যাপক, হাদিস বিভাগের প্রখ্যাত পণ্ডিত এবং আল-আজহার শরিফের সিনিয়র স্কলারস কাউন্সিলের সদস্য ড. আহমদ ওমর হাশেম (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। ইসলামী জগতে সুপরিচিত এই আলেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ড. আহমদ ওমর হাশেম (রহ.) ছিলেন মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসূলুদ্দিন অনুষদের অন্যতম খ্যাতনামা শিক্ষক ও গবেষক। হাদিসশাস্ত্র, উসূলুদ্দিন এবং ইসলামি দর্শনের ওপর তার অবদান আরব ও ইসলামি বিশ্বে ব্যাপকভাবে স্বীকৃত। তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন আরব ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালন করেন।
১৯৯৫ সালে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে তিনি ইসলামি গবেষণা পরিষদ (মাজমাউল বুহুসিল ইসলামিয়্যাহ), ইসলাম বিষয়ক উচ্চতর পরিষদ (আল মজলিসুল আ’লা লিশ-শুউনিল ইসলামিয়্যাহ) এবং মিশরের দুটি সংসদীয় পরিষদ—মজলিসুশ-শা’ব ও মজলিসুশ-শূরা-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
ইসলামি জ্ঞানচর্চা ও গবেষণায় তার অবদান বিশেষভাবে লক্ষণীয়। সুন্নাহ ও হাদিসবিষয়ক তার গবেষণা ও প্রণীত গ্রন্থসমূহ বিশ্বজুড়ে ইসলামি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে বিবেচিত।
বুধবার এক শোকবার্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন,
“ড. আহমদ ওমর হাশেম (রহ.) ছিলেন একজন প্রজ্ঞাবান আলেম, যিনি ইলমে দ্বীনের প্রচার ও গবেষণায় অসামান্য ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন আলেম-উলামা ও তৌহিদী জনতার আধ্যাত্মিক রাহবার। মুসলিম উম্মাহ যুগ যুগ ধরে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
তিনি মরহুমের জন্য দোয়া করে বলেন,
“আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা ও রহম করুন, তার কবরকে প্রশস্ত করুন, গুনাহখাতাগুলো ক্ষমা করে নেকিতে পরিণত করুন এবং জান্নাতে উচ্চ মাকাম দান করুন।”
জামায়াত আমির ডা. শফিকুর রহমান মরহুমের পরিবার-পরিজন, সহকর্মী, ছাত্র ও শুভানুধ্যায়ীদের প্রতিও গভীর সমবেদনা জানান।
ড. আহমদ ওমর হাশেমের ইন্তেকালে আল-আজহার শরিফসহ সমগ্র ইসলামি বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বজুড়ে আলেম ও শিক্ষার্থীরা তার ইলমি অবদানের স্মৃতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।
বিষয় : আন্তর্জাতিক ইসলাম আল-আজহার শোকসংবাদ
বুধবার, ২২ অক্টোবর ২০২৫
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৫
মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসূলুদ্দিন অনুষদের বরেণ্য অধ্যাপক, হাদিস বিভাগের প্রখ্যাত পণ্ডিত এবং আল-আজহার শরিফের সিনিয়র স্কলারস কাউন্সিলের সদস্য ড. আহমদ ওমর হাশেম (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। ইসলামী জগতে সুপরিচিত এই আলেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ড. আহমদ ওমর হাশেম (রহ.) ছিলেন মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসূলুদ্দিন অনুষদের অন্যতম খ্যাতনামা শিক্ষক ও গবেষক। হাদিসশাস্ত্র, উসূলুদ্দিন এবং ইসলামি দর্শনের ওপর তার অবদান আরব ও ইসলামি বিশ্বে ব্যাপকভাবে স্বীকৃত। তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন আরব ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালন করেন।
১৯৯৫ সালে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে তিনি ইসলামি গবেষণা পরিষদ (মাজমাউল বুহুসিল ইসলামিয়্যাহ), ইসলাম বিষয়ক উচ্চতর পরিষদ (আল মজলিসুল আ’লা লিশ-শুউনিল ইসলামিয়্যাহ) এবং মিশরের দুটি সংসদীয় পরিষদ—মজলিসুশ-শা’ব ও মজলিসুশ-শূরা-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
ইসলামি জ্ঞানচর্চা ও গবেষণায় তার অবদান বিশেষভাবে লক্ষণীয়। সুন্নাহ ও হাদিসবিষয়ক তার গবেষণা ও প্রণীত গ্রন্থসমূহ বিশ্বজুড়ে ইসলামি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে বিবেচিত।
বুধবার এক শোকবার্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন,
“ড. আহমদ ওমর হাশেম (রহ.) ছিলেন একজন প্রজ্ঞাবান আলেম, যিনি ইলমে দ্বীনের প্রচার ও গবেষণায় অসামান্য ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন আলেম-উলামা ও তৌহিদী জনতার আধ্যাত্মিক রাহবার। মুসলিম উম্মাহ যুগ যুগ ধরে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
তিনি মরহুমের জন্য দোয়া করে বলেন,
“আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা ও রহম করুন, তার কবরকে প্রশস্ত করুন, গুনাহখাতাগুলো ক্ষমা করে নেকিতে পরিণত করুন এবং জান্নাতে উচ্চ মাকাম দান করুন।”
জামায়াত আমির ডা. শফিকুর রহমান মরহুমের পরিবার-পরিজন, সহকর্মী, ছাত্র ও শুভানুধ্যায়ীদের প্রতিও গভীর সমবেদনা জানান।
ড. আহমদ ওমর হাশেমের ইন্তেকালে আল-আজহার শরিফসহ সমগ্র ইসলামি বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বজুড়ে আলেম ও শিক্ষার্থীরা তার ইলমি অবদানের স্মৃতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।
আপনার মতামত লিখুন