বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সতর্ক করেছেন, রাজনৈতিক বিভেদের কারণে যদি ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটে, তবে জাতি কাউকেই ক্ষমা করবে না।
তিনি বলেছেন, দেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে, যেন ফ্যাসিস্ট শাসনের পুনরাগমন রোধ করা যায়।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
তিনি বলেন, “রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা চিরতরে বন্ধ করতে হবে।”
নিজের রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরে সালাহউদ্দিন বলেন, “মাত্র কয়েকটি কলাম লেখার কারণে আমাকে সাড়ে নয় বছর নির্বাসনে থাকতে হয়েছে। নির্যাতন, কারাবাস—সব সহ্য করেছি, কিন্তু গণতন্ত্রের পথ থেকে এক চুলও সরে যাইনি।”
তিনি স্মৃতিচারণ করে আরও বলেন, “আমি ও মাহমুদুর রহমান একসময় পিজি হাসপাতালের প্রিজন সেলে একসাথে ছিলাম। তিনি অনশন শুরু করলে বলেছিলাম, ‘আপনি মারা গেলে শেখ হাসিনা খুশি হবে, দয়া করে অনশন ভঙ্গ করুন।’ ছয়-সাত দিন পর মুরুব্বিদের মধ্যস্থতায় তিনি অনশন ভাঙেন।”
ছাত্র আন্দোলনের ইতিহাস স্মরণ করে তিনি বলেন, “রক্তে লেখা সেই ইতিহাস থেকেই নতুন বাংলাদেশ গড়তে হবে। আমাদের সন্তানদের জন্য প্রকৃত গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।”
সালাহউদ্দিন আহমদ শেষে বলেন, “সন্তানদের রক্তের অঙ্গীকার পূরণ করতে আমাদের সকলকে একসাথে লড়তে হবে—এটাই জাতির প্রতি আমাদের দায়বদ্ধতা।”
বিষয় : বিএনপি

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সতর্ক করেছেন, রাজনৈতিক বিভেদের কারণে যদি ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটে, তবে জাতি কাউকেই ক্ষমা করবে না।
তিনি বলেছেন, দেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে, যেন ফ্যাসিস্ট শাসনের পুনরাগমন রোধ করা যায়।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
তিনি বলেন, “রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা চিরতরে বন্ধ করতে হবে।”
নিজের রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরে সালাহউদ্দিন বলেন, “মাত্র কয়েকটি কলাম লেখার কারণে আমাকে সাড়ে নয় বছর নির্বাসনে থাকতে হয়েছে। নির্যাতন, কারাবাস—সব সহ্য করেছি, কিন্তু গণতন্ত্রের পথ থেকে এক চুলও সরে যাইনি।”
তিনি স্মৃতিচারণ করে আরও বলেন, “আমি ও মাহমুদুর রহমান একসময় পিজি হাসপাতালের প্রিজন সেলে একসাথে ছিলাম। তিনি অনশন শুরু করলে বলেছিলাম, ‘আপনি মারা গেলে শেখ হাসিনা খুশি হবে, দয়া করে অনশন ভঙ্গ করুন।’ ছয়-সাত দিন পর মুরুব্বিদের মধ্যস্থতায় তিনি অনশন ভাঙেন।”
ছাত্র আন্দোলনের ইতিহাস স্মরণ করে তিনি বলেন, “রক্তে লেখা সেই ইতিহাস থেকেই নতুন বাংলাদেশ গড়তে হবে। আমাদের সন্তানদের জন্য প্রকৃত গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।”
সালাহউদ্দিন আহমদ শেষে বলেন, “সন্তানদের রক্তের অঙ্গীকার পূরণ করতে আমাদের সকলকে একসাথে লড়তে হবে—এটাই জাতির প্রতি আমাদের দায়বদ্ধতা।”

আপনার মতামত লিখুন