ঢাকা    সোমবার, ১০ নভেম্বর ২০২৫
ঢাকা    সোমবার, ১০ নভেম্বর ২০২৫
কওমী টাইমস

দুই দেশের সামরিক সহযোগিতা ও বন্ধুত্ব জোরদারে অসামান্য অবদানের স্বীকৃতি

পাকিস্তানের সেনা স্টাফ প্রধান সাহির শামশাদ মিরজাকে কিং আবদুলআজিজ পদক প্রদান


কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

পাকিস্তানের সেনা স্টাফ প্রধান সাহির শামশাদ মিরজাকে কিং আবদুলআজিজ পদক প্রদান

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদের নির্দেশে পাকিস্তানের যৌথ প্রধান অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মিরজাকে মর্যাদাপূর্ণ “কিং আবদুলআজিজ পদক (এক্সেলেন্ট ক্লাস)” প্রদান করা হয়েছে। পদকটি সৌদি-পাকিস্তান বন্ধুত্ব ও সামরিক সহযোগিতা জোরদারে তাঁর বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়।

শনিবার রিয়াদে সৌদি আরবের চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ফায়াদ বিন হামেদ আল-রুয়াইলি পাকিস্তানের যৌথ প্রধান অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মিরজাকে “কিং আবদুলআজিজ মেডেল অব দ্য এক্সেলেন্ট ক্লাস” পদক প্রদান করেন।

সৌদি প্রেস এজেন্সি (SPA) জানায়, সৌদি বাদশাহ সালমান বিন আবদুলআজিজের রাজকীয় নির্দেশে এই পদক প্রদান করা হয়। এটি জেনারেল মিরজার দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা, পারস্পরিক বোঝাপড়া এবং বন্ধুত্বের সম্পর্ক জোরদারে অসামান্য ভূমিকার স্বীকৃতি।

পদক প্রদান অনুষ্ঠানে উভয় দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে এক বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যতে এই সম্পর্ককে আরও উন্নত করার উপায় নিয়ে আলোচনা হয়।

দুই পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় হয়।

এই পদক সৌদি আরবের অন্যতম মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা, যা বিদেশি ব্যক্তিত্বদের তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।

বিষয় : পাকিস্তান সৌদি আরব

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

সোমবার, ১০ নভেম্বর ২০২৫


পাকিস্তানের সেনা স্টাফ প্রধান সাহির শামশাদ মিরজাকে কিং আবদুলআজিজ পদক প্রদান

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৫

featured Image

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদের নির্দেশে পাকিস্তানের যৌথ প্রধান অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মিরজাকে মর্যাদাপূর্ণ “কিং আবদুলআজিজ পদক (এক্সেলেন্ট ক্লাস)” প্রদান করা হয়েছে। পদকটি সৌদি-পাকিস্তান বন্ধুত্ব ও সামরিক সহযোগিতা জোরদারে তাঁর বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়।

শনিবার রিয়াদে সৌদি আরবের চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ফায়াদ বিন হামেদ আল-রুয়াইলি পাকিস্তানের যৌথ প্রধান অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মিরজাকে “কিং আবদুলআজিজ মেডেল অব দ্য এক্সেলেন্ট ক্লাস” পদক প্রদান করেন।

সৌদি প্রেস এজেন্সি (SPA) জানায়, সৌদি বাদশাহ সালমান বিন আবদুলআজিজের রাজকীয় নির্দেশে এই পদক প্রদান করা হয়। এটি জেনারেল মিরজার দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা, পারস্পরিক বোঝাপড়া এবং বন্ধুত্বের সম্পর্ক জোরদারে অসামান্য ভূমিকার স্বীকৃতি।

পদক প্রদান অনুষ্ঠানে উভয় দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে এক বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যতে এই সম্পর্ককে আরও উন্নত করার উপায় নিয়ে আলোচনা হয়।

দুই পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় হয়।

এই পদক সৌদি আরবের অন্যতম মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা, যা বিদেশি ব্যক্তিত্বদের তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।


কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত