ঢাকা    রোববার, ২৩ নভেম্বর ২০২৫
ঢাকা    রোববার, ২৩ নভেম্বর ২০২৫
কওমী টাইমস

চিত্রা এক্সপ্রেসে পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল


কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

চিত্রা এক্সপ্রেসে পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও ট্রেনের ইঞ্জিনে সামান্য ক্ষতি হয়েছে। রেলওয়ে পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা ছোট একটি ন্যাকড়ায় আগুন লাগিয়ে পেট্রল ভর্তি বোতল নিক্ষেপ করে। ঘটনার পর নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।

ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা-গামী চিত্রা এক্সপ্রেসে বুধবার (১৯ নভেম্বর) রাতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের কাছে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। ঘটনাটি ঘটে রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে, কোবাদ শেখ মোড় এলাকায় পৌঁছানোর সময়।

জামতৈল রেলওয়ে স্টেশনমাস্টার আবু হান্নান জানান, ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়া হলেও কেউ আহত হয়নি। তিনি বলেন, “ইঞ্জিনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ভাগ্য ভালো, যাত্রীদের কেউ আহত হয়নি। ইঞ্জিনে সামান্য ক্ষতি হয়েছে। কারা এটি ছুড়েছে, তা এখনও জানা যায়নি।”

রেলওয়ে সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা একটি পেট্রলের বোতলে ন্যাকড়া বেঁধে আগুন ধরে সেটি নিক্ষেপ করে। বোতলটি ইঞ্জিনের পাশে একটি ফাঁকা জায়গায় পড়ে বলে জানান সিরাজগঞ্জ বাজার রেলওয়ে পুলিশের ওসি দুলাল উদ্দিন। তিনি বলেন, “আমরা বিষয়টি জানি। ছোট ন্যাকড়ায় আগুন দিয়ে বোতল ছোড়া হয়েছিল। সেটি ইঞ্জিনের পাশে পড়ে যায়।”

এ ঘটনায় মামলা হবে কি না—জানতে চাইলে ওসি দুলাল উদ্দিন বলেন, “ক্ষয়ক্ষতি তেমন হয়নি, তাই মামলা হবে না।”

সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে রেলপথে নাশকতা বা ধ্বংসাত্মক কার্যক্রমের আশঙ্কা বাড়ছে। ট্রেনকে লক্ষ্য করে এ ধরনের হামলা যাত্রীদের জীবন ঝুঁকির মুখে ফেলতে পারে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, রেলপথে নিয়মিত টহল এবং স্টেশন ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো জরুরি।

ঘটনার তদন্তে রেলওয়ে পুলিশ কাজ শুরু করেছে। তবে হামলাকারীদের পরিচয় এখনও অজানা।

বিষয় : রাজনীতি নিরাপত্তা আইন-শৃঙ্খলা রেলওয়ে

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

রোববার, ২৩ নভেম্বর ২০২৫


চিত্রা এক্সপ্রেসে পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫

featured Image

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও ট্রেনের ইঞ্জিনে সামান্য ক্ষতি হয়েছে। রেলওয়ে পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা ছোট একটি ন্যাকড়ায় আগুন লাগিয়ে পেট্রল ভর্তি বোতল নিক্ষেপ করে। ঘটনার পর নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।

ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা-গামী চিত্রা এক্সপ্রেসে বুধবার (১৯ নভেম্বর) রাতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের কাছে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। ঘটনাটি ঘটে রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে, কোবাদ শেখ মোড় এলাকায় পৌঁছানোর সময়।

জামতৈল রেলওয়ে স্টেশনমাস্টার আবু হান্নান জানান, ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়া হলেও কেউ আহত হয়নি। তিনি বলেন, “ইঞ্জিনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ভাগ্য ভালো, যাত্রীদের কেউ আহত হয়নি। ইঞ্জিনে সামান্য ক্ষতি হয়েছে। কারা এটি ছুড়েছে, তা এখনও জানা যায়নি।”

রেলওয়ে সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা একটি পেট্রলের বোতলে ন্যাকড়া বেঁধে আগুন ধরে সেটি নিক্ষেপ করে। বোতলটি ইঞ্জিনের পাশে একটি ফাঁকা জায়গায় পড়ে বলে জানান সিরাজগঞ্জ বাজার রেলওয়ে পুলিশের ওসি দুলাল উদ্দিন। তিনি বলেন, “আমরা বিষয়টি জানি। ছোট ন্যাকড়ায় আগুন দিয়ে বোতল ছোড়া হয়েছিল। সেটি ইঞ্জিনের পাশে পড়ে যায়।”

এ ঘটনায় মামলা হবে কি না—জানতে চাইলে ওসি দুলাল উদ্দিন বলেন, “ক্ষয়ক্ষতি তেমন হয়নি, তাই মামলা হবে না।”

সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে রেলপথে নাশকতা বা ধ্বংসাত্মক কার্যক্রমের আশঙ্কা বাড়ছে। ট্রেনকে লক্ষ্য করে এ ধরনের হামলা যাত্রীদের জীবন ঝুঁকির মুখে ফেলতে পারে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, রেলপথে নিয়মিত টহল এবং স্টেশন ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো জরুরি।

ঘটনার তদন্তে রেলওয়ে পুলিশ কাজ শুরু করেছে। তবে হামলাকারীদের পরিচয় এখনও অজানা।


কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৫ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত