সৌদি আরবে অবৈধভাবে অবস্থান, কাজ এবং সীমান্ত অতিক্রমের অভিযোগে এক সপ্তাহের বিশেষ অভিযানে ১৮ হাজার ৬৫০ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বিধি অমান্য করায় এসব প্রবাসীদের আটক করা হয়েছে।সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত অভিযানে মোট ১৮ হাজার ৬৫০ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়।বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে ১০ হাজার ৬৭৩ জন আবাসন আইন, ৩ হাজার ৮২২ জন সীমান্ত নিরাপত্তা আইন, এবং ৪ হাজার ১৭৮ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন বলে শনাক্ত করা হয়েছে। সৌদির বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও সরকারি প্রতিষ্ঠান যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ১ হাজার ৪৭৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫৯ শতাংশ ইয়েমেনি, ৪০ শতাংশ ইথিওপীয়, এবং অন্য দেশের নাগরিক ১ শতাংশ। একই সময়ে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ৫২ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়া বা সহায়তা করার অভিযোগে ১৭ জন সৌদি বাসিন্দাকেও আটক করা হয়েছে।মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অর্থনীতি সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষ বসবাস করছে। এর মধ্যে লাখো প্রবাসী শ্রমিক নির্মাণ, সেবা ও শিল্প খাতে কাজ করছেন। তবে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে অবৈধ শ্রমিক ও অননুমোদিত অবস্থানকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে বৈধ আবাসন ও শ্রমনীতি নিশ্চিত করা এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করাই এই অভিযানের মূল লক্ষ্য। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।