দেশের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে: সালাহউদ্দিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে মঙ্গলবার (৭ অক্টোবর) আয়োজিত আলোচনায় বক্তারা স্মরণ করেন ২০১৯ সালে নৃশংসভাবে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে। অনুষ্ঠানে বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, যিনি দেশের স্বার্থ রক্ষা ও জাতীয় নীতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।সালাহউদ্দিন বলেন, “দেশের ওপর আধিপত্য বিস্তারের জন্য এখন তিনটি দেশ পরাশক্তি চেষ্টা চালাচ্ছে। আমাদের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ। এই নীতি প্রতিষ্ঠা করতে হলে আমাদের ছাত্র-যুবসমাজকে তাত্ত্বিকভাবে ও জ্ঞানে সমৃদ্ধ হতে হবে।”তিনি আরও বলেন, “বাহুর চেয়ে মেধাকে গুরুত্ব দিতে হবে। শক্তির প্রধান উৎস হবে মেধা এবং প্রতিবাদ। কেউ যদি বাহুবলে কথা বলে, তার পরিণতি শেখ হাসিনার মতোই হবে।”আবরার ফাহাদের হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেই জীবন দিতে হতো। আবরারের জীবন নেয়ার মাধ্যমে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, যাতে কেউ তাদের বিরুদ্ধে কথা না বলে।”সালাহউদ্দিন আরও বলেন, “দেশের বিরুদ্ধে তিনটি পরাশক্তি আগ্রাসন চালানোর চেষ্টা করছে। এর মধ্যে দুটি আঞ্চলিক শক্তি এবং একটি বিশ্ব মোড়ল। হাসিনার মতো নেতার কারণে পরাশক্তির দেশ রাজনৈতিক হেজিমনি ও আগ্রাসন চালাতে পেরেছে।”তিনি সভায় বলেন, “দেশের রাজনীতিতে দৃষ্টান্ত সৃষ্টি করতে হলে ভালো উদাহরণ দরকার। আমাদের সব ছাত্রবন্ধু ও যুবসমাজ মেধাবী ও প্রতিভাবান হয়ে নেতৃত্ব গ্রহণ করবে, তবেই দেশের অগ্রযাত্রা সম্ভব।”
২০১৯ সালের ৬ অক্টোবর আবরার ফাহাদ বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ছাত্রলীগের হাতে নৃশংস হত্যার শিকার হন। সেই স্মৃতিচারণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।