বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে ধর্মীয় শিক্ষা ও সামাজিক উন্নয়ন কার্যক্রম জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচির লক্ষ্য—ইমামদের প্রশিক্ষণ, জীবিকা উন্নয়ন ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ।মঙ্গলবার সকালে ঢাকার সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ হয়। আলোচনায় রোহিঙ্গা ক্যাম্পে ইমামদের প্রশিক্ষণসহ নানা মানবিক কার্যক্রমে সহযোগিতার বিষয়ে ঐকমত্যে পৌঁছায় উভয় পক্ষ। শিগগিরই ইসলামিক ফাউন্ডেশন ও দিয়ানাত ফাউন্ডেশনের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।ধর্ম উপদেষ্টা বলেন, “বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক গভীর ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ। আমরা দিয়ানাত ফাউন্ডেশনের মানবিক উদ্যোগকে স্বাগত জানাই এবং প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।”দিয়ানাত ফাউন্ডেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার রেসেপ সুকুর বলকান বলেন, “রোহিঙ্গা ক্যাম্পের মসজিদসমূহে কর্মরত ইমামদের প্রশিক্ষণ, আয়বর্ধক কর্মসংস্থান, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন আমাদের অগ্রাধিকার।” তিনি আরও জানান, বাংলাদেশের অন্যান্য এলাকাতেও মানবসেবায় ফাউন্ডেশনটি কাজ করতে চায়।এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, এবং তুর্কি দূতাবাসের ধর্মীয় সেবা সমন্বয়কারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এই উদ্যোগ বাস্তবায়িত হলে রোহিঙ্গা ক্যাম্পের ধর্মীয় নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি ও স্থানীয় উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।