ঢাকা   শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
ঢাকা   শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
কওমী টাইমস

চকবাজারে আন্তর্জাতিক খতমে নবুওয়ত কমিটি গঠন, মহাসম্মেলনে অংশগ্রহণের আহ্বান

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ঢাকা মহানগর লালবাগ জোনে নতুন থানা কমিটি গঠন করা হয়েছে। সভাপতি ও সম্পাদকসহ ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঢাকার ইসলামবাগ মাদরাসায় অনুষ্ঠিত সভায় ঘোষণা করা হয়।গত বুধবার ইসলামবাগ মাদরাসায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাওলানা জসিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী। সভায় মাওলানা জসিম উদ্দিনকে সভাপতি, মুফতি শিবলী খানকে সেক্রেটারি এবং মাওলানা জুনায়েদ আইয়ূবীকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।প্রধান অতিথি মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী তাঁর বক্তব্যে জানান, সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে আগামী ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের খ্যাতিমান ইসলামি স্কলার অংশগ্রহণ করবেন। তিনি দেশের উলামায়ে কেরাম ও আপামর তৌহিদী জনতাকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে মহাসম্মেলন সফল করার আহ্বান জানান।সভায় উপস্থিত ছিলেন—মাওলানা যুবায়ের আহমদ, মুফতী সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা মুজিবুর রহমান হামীদী, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা সুলতান মুহিউদ্দিন, মাওলানা আব্দুল্লাহ্ ইয়াহইয়া, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আব্দুল কাইউম কাসেমী, মুফতী নাসির উদ্দীন, মাওলানা ইয়ামিন হুসাইন আজমী, মুফতী নিজাম উদ্দিন, মাওলানা হিফজুর রহমান, মুফতি রশিদ আহমদ নাঈম, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা হাবিব আহমদ, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা সুহাইল আহমেদ, মাওলানা সোলাইমান ঢাকবী, মুফতি মোফাজ্জল হোসেন, মুফতি মাহমুদ জাব্বার, মাওলানা আমিনুল ইহসান, মাওলানা জাবেদ কাসেমী প্রমুখ। সভায় বক্তারা খতমে নবুওয়ত রক্ষায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এছাড়া সংগঠনকে শক্তিশালী করার গুরুত্ব ও উলামাদের সামাজিক দায়িত্বের প্রতি গুরুত্বারোপ করা হয়।

চকবাজারে আন্তর্জাতিক খতমে নবুওয়ত কমিটি গঠন, মহাসম্মেলনে অংশগ্রহণের আহ্বান