ভয়াবহ টাইফুন ‘হালোং’-এর আঘাতে বিপর্যস্ত জাপান
জাপানের ইজু দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে ভয়ঙ্কর টাইফুন ‘হালোং’। বুধবার রাত থেকেই তীব্র বাতাস ও ভারি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় এলাকা। টাইফুনের প্রভাবে সাগরে উঁচু ঢেউ আছড়ে পড়ছে তীরে, আর প্রশাসন বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার আহ্বান জানিয়েছে।
জাপানের দ্বীপ রাষ্ট্রজুড়ে আতঙ্ক ছড়িয়েছে ভয়াবহ টাইফুন ‘হালোং’। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে টাইফুনটি ইজু দ্বীপপুঞ্জে আঘাত হানে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম জাপান টুডে। এর প্রভাবে বুধবার রাত থেকেই শুরু হয় প্রবল বাতাস ও ভারি বৃষ্টিপাত, যা এখনো অব্যাহত রয়েছে।জাপানের আবহাওয়া দপ্তর (জেএমএ) জানিয়েছে, টাইফুনের প্রভাবে ইজু দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকায় প্রবল বেগে বাতাস বইছে, কোথাও কোথাও ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে। এছাড়া কিছু অঞ্চলে ২০৭ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে ভূমিধস ও বন্যার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে দপ্তরটি।জেএমএ ঝড়ো বাতাস, উঁচু ঢেউ এবং অতিবৃষ্টির কারণে বিশেষ সতর্কতা জারি করেছে। বাসিন্দাদের ঘরে অবস্থান করতে ও প্রয়োজন হলে আশ্রয়কেন্দ্রে চলে যেতে আহ্বান জানানো হয়েছে। উপকূলীয় এলাকায় মাছ ধরা নৌকা ও জাহাজগুলোকে নিরাপদ বন্দরে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, বুধবার রাত থেকেই দ্বীপপুঞ্জের বেশ কিছু অঞ্চলে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধার ও ত্রাণ সংস্থাগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা দেওয়া যায়।আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, টাইফুন ‘হালোং’ আরও শক্তি সঞ্চয় করে জাপানের মূল ভূখণ্ডের দক্ষিণাংশের দিকে অগ্রসর হতে পারে। ফলে আগামী কয়েক দিন দেশটির বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, চলতি মৌসুমে এটি জাপানের দিকে ধাবিত হওয়া অন্যতম শক্তিশালী টাইফুন, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট করে তুলছে।