ত্রিশালে বিজয় দিবসসহ তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ময়মনসিংহের ত্রিশালে ডিসেম্বরের তিনটি গুরুত্বপূর্ণ জাতীয় দিবস—ত্রিশাল মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস—উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন। সভায় কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়।ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৯ নভেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলে তিনটি জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ বাকিউল বারি।সভায় জানানো হয়, প্রতি বছরের মতো এবারও ৯ ডিসেম্বর ত্রিশাল মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে ত্রিশালের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা, শহীদদের স্মরণ এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।সভায় বক্তব্য রাখেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিলুফার হাকিম।এ ছাড়াও মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক এবং প্রেসক্লাব ত্রিশালের সভাপতি ইমরান হাসান বুলবুলসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা সভায় অংশ নেন। বক্তারা বলেন, জাতির গৌরবময় দিনগুলো উদযাপন শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর দায়িত্বও বহন করে।সভা শেষে কর্মসূচি বাস্তবায়নে সমন্বিত ভূমিকা রাখার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়।