শাহজালাল বিমানবন্দরে যাত্রীর লাগেজে ১,৬৪০ ইয়াবা, এভিসেকের হাতে আটক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় এক মালদ্বীপগামী যাত্রীর লাগেজ থেকে ১,৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভিসেক) বিভাগ। ঘটনাস্থলেই আটক করা হয়েছে ওই যাত্রীকে। মাদকদ্রব্য শনাক্তের পর বিষয়টি তাৎক্ষণিকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানানো হয়।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ তল্লাশির অংশ হিসেবে বুধবার (১৯ নভেম্বর) রাতে এভিয়েশন সিকিউরিটি বিভাগের সদস্যরা এক যাত্রীর লাগেজে লুকানো ১,৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। আটক হওয়া যাত্রীর নাম মো. সামির, যিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আলোনিয়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা থেকে কুয়ালালামপুর হয়ে মালদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন।বেবিচকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ জানান, রাত প্রায় ১০টার দিকে সামির চেক-ইন সম্পন্ন করার পর নিরাপত্তা তল্লাশির সময় দায়িত্বরত এএসজি আবুল কালাম তাঁর লাগেজে সন্দেহজনক বস্তু শনাক্ত করেন। পরবর্তীতে বিস্তারিত অনুসন্ধানে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।মাদকদ্রব্য শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে এসে যাত্রীকে অফলোড, আটক ও হেফাজতে নেন। পরে আইন অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অন্যান্য আনুষঙ্গিক তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক রুটে মাদক পাচারের নতুন কৌশলগুলো প্রতিরোধে এভিয়েশন সিকিউরিটির নজরদারি আরও জোরদার করা হয়েছে। যাত্রীদের লাগেজ স্ক্যানিং, আচরণ পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং সামিরকে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।